বিক্ষোভ জেলায় জেলায়
নিজের কাগজের কর্মীদের রোষে ‘টাওয়ার’ মালিক
নিজের এবং অন্যদের কিছু ভুঁইফোঁড় লগ্নি সংস্থার হয়ে সওয়াল করতে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন টাওয়ার গ্রুপের মালিক তথা ‘প্রাত্যহিক খবর’ সংবাদপত্রের কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়। কিন্তু বক্তব্য শেষ হতেই বকেয়া বেতনের দাবিতে তাঁকে ঘিরে ধরলেন তাঁরই খবরের কাগজের কর্মীরা। বিভিন্ন জেলাতেও এই ধরনের লগ্নি সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ জারি রইল শনিবার।
প্রাত্যহিক খবরের কর্মীরা এ দিন অভিযোগ করেন, দু’মাসের বকেয়া বেতন মেলেনি। দেওয়া হয়নি অস্থায়ী কর্মীদের টাকাও। ১৫ এপ্রিলের মধ্যে সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে রামেন্দুবাবু প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ২২ এপ্রিল মুচিপাড়া থানায় এবং পরের দিন ডিসি (সেন্ট্রাল) ও পুলিশ কমিশনারকে চিঠি দেন সাংবাদিকেরা। তাতে বলা হয়, গত ২২ মার্চ অফিসে এসে রামেন্দুবাবু জানিয়েছিলেন, আর্থিক প্রতিকূলতার কারণে ৩১ মার্চের পরে আর কাগজ প্রকাশ করা সম্ভব নয়। তবে ক্ষতিপূরণ স্বরূপ এক মাসের বাড়তি বেতন ১৫ এপ্রিলের মধ্যেই দিয়ে দেওয়া হবে।
কিন্তু এখনও টাকা দেওয়া হয়নি। উল্টে লেনিন সরণিতে প্রাত্যহিক খবরের অফিস থেকে আসবাবপত্র-কম্পিউটার সব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাংবাদিক ও কর্মীরা টাওয়ার গ্রুপের অন্য অফিসে রামেন্দুবাবুর সঙ্গে দেখা করতে গেলে বলা হয়েছে, তিনি সেখানে নেই। শুক্রবার তাঁরা ফের বকেয়া চাইতে কাগজের অফিসে গিয়েছিলেন। কিন্তু বেশ কিছু দুষ্কৃতী চড়াও হয়ে তাঁদের সেই অফিস থেকে বের করে দেয় বলে অভিযোগ।
‘অ্যানেক্স ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া লিমিটেড’-এর জমির সামনে এজেন্টদের
বিক্ষোভ। শনিবার নৈহাটির পানপুরে। ছবি: বিতান ভট্টাচার্য
এ দিন রামেন্দুবাবুর বক্তব্য শেষ হতেই সাংবাদিক ও কর্মীরা তাঁর কাছে বকেয়া ও প্রফিডেন্ট ফান্ডের টাকা মেটানোর দিনক্ষণ জানতে চান। তিনি পরিষ্কার কিছু বলতে না পারায় কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। শেষমেশ পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়। রামেন্দুবাবু পরে বলেন, “একটু সমস্যা হয়েছে। তবে সকলের টাকাই আস্তে-আস্তে মিটিয়ে দেওয়া হবে। ৩০ এপ্রিল পুরো না হলেও কিছুটা টাকা দিয়ে দেব।” তবে ওই দিন টাকা না পেলে তাঁরা আইনি রাস্তা নেবেন বলে সাংবাদিকরা জানিয়ে দিয়েছেন।
এ দিনই শিলিগুড়ি শহর ও লাগোয়া এলাকায় সারদা গোষ্ঠীর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়ে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানতে পেরেছে, ওই তিনটি অ্যাকাউন্টের বেশির ভাগ টাকা মার্চের মধ্যেই তুলে নেওয়া হয়। ১৩ এপ্রিল অবশিষ্ট টাকাও তুলে নিয়েছে সারদা। সংস্থার শিলিগুড়ি সদর দফতর থেকে কম্পিউটার ও নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় নৈহাটির পানপুরে বিক্ষোভ দেখান বন্ধ হয়ে যাওয়া ‘অ্যানেক্স’ সংস্থার শ’দুই এজেন্ট। ওই এলাকায় ‘অ্যানেক্স ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া লিমিটেড’-এর নামে ৩৭ কাঠা জমি রয়েছে। এ দিন ওই জমির সামনেই বিক্ষোভ হয়। এজেন্টরা জমিটি বিক্রি করে কিছু টাকা আমানতকারীদের ফেরত দিতে চান। আজ, রবিবার তাঁরা ব্যারাকপুরে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। ওই জেলারই অশোকনগরে ‘বুমা পল্লি উন্নয়ন সমিতি’ নামে খোলা একটি সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান লগ্নিকারীরা।
সংস্থার মালিক ইলিয়াস সাহাজির গ্রেফতারের দাবিও তোলা হয়। ইলিয়াস অবশ্য বেপাত্তা।
দুপুরে মুর্শিদাবাদের রানিতলায় বেনিপুর গ্রামে একটি ভুঁইফোঁড় লগ্নি সংস্থার সাত জন মালিকের অন্যতম মুস্তাক আহমেদের বাড়ি ভাঙচুর করেন জনা সত্তর এজেন্ট। আলাউল হক নামে এক এজেন্টের অভিযোগ, “প্রায় দু’হাজার এজেন্টের মাধ্যমে ওই সংস্থা প্রায় ৪ কোটি টাকা তুলেছে। আমানতকারীদের থেকে আমিই ১৪ লক্ষ টাকা তুলে বহরমপুরে সংস্থার হেড অফিসে জমা দিয়েছি। কিন্তু গত ৪ জানুয়ারি থেকে হেড অফিসে তালা ঝুলছে। পনেরো দিনের মধ্যে টাকা ফেরত দেবেন বলে গত ১৫ মার্চ সালিশি সভায় মুস্তাক আহমেদরা কথা দিয়েছিলেন। তার পর থেকেই তাঁরা পলাতক। আমরা আমানতকারীদের টাকা ফেরত দিতে না পেরে বাড়ি ছেড়েছি।” তবে দিন পাঁচেক আগে আব্দুল হালিম নামে এক মালিককে গ্রেফতার করা হয়েছে।
জলপাইগুড়ির ফালাকাটাতেও এক ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার অফিস ও মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান লগ্নিকারীরা। ওই সংস্থার সঙ্গে অসমের কংগ্রেস বিধায়ক চন্দন সরকারের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তোলা হয়। জটেশ্বরে তাঁর বাড়িতেই ফেব্রুয়ারির শেষ দিকে অফিস খোলেন সংস্থার মালিক বঙ্কিম সেন। পনেরো দিনে লগ্নি দ্বিগুণ করার লোভ দেখিয়ে টাকা তোলা হতে থাকে। পুলিশে অভিযোগ দায়ের হতেই মার্চের প্রথম সপ্তাহে অফিস বন্ধ করে গা ঢাকা দেন তিনি। বিধায়কের ভাই, ফালাকাটা ব্লক যুব কংগ্রেস সভাপতি উজ্জ্বল সরকারও ওই কারবারে জড়িত বলে অভিযোগ। চন্দনবাবু অবশ্য দাবি করেন, “কোনও অর্থলগ্নি সংস্থায় আমি বা আমার পরিবারের কেউ জড়িত নন।” উজ্জ্বলবাবুরও দাবি, “অভিযোগ ভিত্তিহীন। বরং বঙ্কিম ঘরের ভাড়া না মিটিয়ে চলে যাওয়ায় গত ২৭ মার্চ আমি ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছি।” আলিপুরপুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়ার আশ্বাস, “যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.