প্রতারকদের শাস্তি চেয়ে পথে নামল তৃণমূল ও বামফ্রন্ট
সারদা কাণ্ডের অস্বস্তি কাটাতে ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার প্রতারকদের শাস্তির দাবিতে পথে নামছে তৃণমূল। দলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শনিবার জানান, ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার প্রতারকদের শাস্তি এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে কাল, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় মিছিল করা হবে। সারদা কাণ্ডে তৃণমূল সাংসদদের নাম জড়ানোয় দলেরই একাংশ অসন্তুষ্ট। বিরোধীদের প্রচারেও হাতিয়ার হচ্ছে সারদা-কাণ্ডে তৃণমূল-যোগ। কিন্তু পার্থবাবুর দাবি, ওই সমস্তই অপপ্রচার। এই প্রেক্ষিতে দলের মধ্যের ক্ষোভ নিরসনে এবং জনমানসে দলীয় ভাবমূর্তি মেরামতে শুক্রবার তৃণমূলের কর্মসমিতির বৈঠক হবে। পার্থবাবু জানান, ওই বৈঠক হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।
তবে বামেরাও সারদা-হাতিয়ার হাতছাড়া করতে নারাজ। মঙ্গলবার রাজ্যের সব জেলায় বামফ্রন্টও আমানতকারী এবং এজেন্টদের স্বার্থ রক্ষা এবং দোষীদের শাস্তির দাবিতে মিছিল করবে। বাম ছাত্র, যুব, মহিলারা কলকাতায় এবং জেলায় জেলায় কনভেনশন করবেন। ৭ এবং ৮ মে কলকাতায় অবস্থান করবেন ছাত্র-যুব-মহিলারা। অবস্থানে সারদা কাণ্ডে ক্ষতিগ্রস্তদেরও যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্রের নিগ্রহের প্রতিবাদে জেলা যুব তৃণমূল এ দিন পশ্চিম মেদিনীপুরের বিনপুরের শিলদায় ‘ধিক্কার সমাবেশ’ করে। সেখানে তখন সাংসদ ও যুব তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার প্রতারণা নিয়ে বলতে গিয়ে সিপিএমের বিরুদ্ধেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তোলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় সারদা কেলেঙ্কারির জন্য বাম আমলের ‘দুর্বল’ আইনকে দায়ী করেছেন। অন্য দিকে, দিল্লি কাণ্ডের প্রতিবাদে এ দিনই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সভা করে তৃণমূল প্রভাবিত অধ্যাপক-অধ্যাপিকা সংগঠন ওয়েবকুপা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিল্পমন্ত্রী পার্থবাবু ওই সভায় দিল্লি কাণ্ডের কড়া নিন্দা করেন। পাশাপাশি, এ বার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং দিল্লি কাণ্ডের প্রতিবাদে এ দিনই তৃণমূল সেবাদল শিয়ালদহ থেকে ধর্মতলা মিছিল করে। চিনার পার্ক থেকে কেষ্টপুর পর্যন্তও তৃণমূলের মিছিল হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.