গঠিত হল সিট-ও
সময়ের আগেই অন্তর্বর্তী রিপোর্ট দিতে পারে কমিশন
সারদা গোষ্ঠীর বিরুদ্ধে গড়া তদন্ত কমিশনের সময়কাল ৬ মাস। কিন্তু ক্ষতিগ্রস্তদের কথা ভেবে তার আগেই অন্তর্বর্তী রিপোর্ট দিতে পারে কমিশন। শনিবার কমিশনের চেয়ারম্যান বিচারপতি শ্যামলকুমার সেন জানান, এই রিপোর্ট পাওয়ার জন্য রাজ্য সরকারকে আবেদন জানাতে হবে। পাশাপাশি এ দিনই রাজ্যের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১২ জনের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।
শুক্রবার কলকাতায় ৫ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে প্রাক্তন বিচারপতি শ্যামলকুমার সেনের নেতৃত্বে সরকার নিযুক্ত উচ্চপর্যায়ের তদন্ত কমিশনের কাজ শুরু হয়েছে। কমিশন সূত্রের খবর, শ্যামলবাবুর নেতৃত্বে পাঁচ সদস্যের ওই কমিশনে শীঘ্রই যোগ দিচ্ছেন প্রাক্তন পুলিশকর্তা যোগেশ চট্টোপাধ্যায় ও অর্থনীতিবিদ অম্লান বসু। বাকি দু’জনের নাম এখনও চূড়ান্ত হয়নি।
তদন্তের গণ্ডী (টার্মস অফ রেফারেন্স) ৯টি বিষয়ের উপর সীমাবদ্ধ রাখা হয়েছে। এ দিন শ্যামলবাবু বলেন, “তদন্তের বিচার্য বিষয়েই বলা রয়েছে, জরুরি কোনও ক্ষেত্রে সরকার চাইলে অন্তর্বর্তী রিপোর্ট দেওয়া হবে।”
কী সেই জরুরি প্রয়োজন?
এ বিষয়ে কমিশনের বক্তব্য, এমন অনেক আমানতকারী রয়েছেন, যাঁরা সর্বস্বান্ত হয়েছেন। বেশি দিন অপেক্ষা করার মতো আর্থিক অবস্থা তাঁদের নেই। হয়তো তাঁদের কথা ভেবেই অন্তর্বর্তী রিপোর্টের প্রয়োজন হতে পারে। সে কারণেই সরকারি বিচার্য বিষয়ে তার উল্লেখ করা হয়েছে।
সারদা গোষ্ঠীর সমস্ত সম্পত্তির মূল্যায়ন করার ক্ষমতাও রয়েছে কমিশনের হাতে। বিচার্য বিষয়ের ৭ নম্বর সূচিতে বলা হয়েছে, সারদা’র সম্পত্তির পরিমাণের পাশাপাশি মোট দায় (লায়াবিলিটি) কত, তার হিসেবও নেবে কমিশন। এ বিষয়ে কমিশন পেশাদার চার্টাড অ্যাকাউন্ট্যান্ট ও ভ্যালুয়ার নিয়োগ করবে বলে জানা গিয়েছে। ওই কোম্পানি কোন প্রকল্পে, কী ভাবে মানুষের কাছ থেকে টাকা তুলত, তা-ও তদন্ত করে দেখবে কমিশন। একই সঙ্গে ওই সব প্রকল্পে তোলা টাকার পরিমাণ কত, তার হিসেব বের করতে হবে কমিশনকে।
প্রধান
অন্য সদস্য
শিবাজী ঘোষ
(এডিজি, সিআইডি)
রাজীব কুমার
(সিপি, বিধাননগর)
বিনীত গোয়েল
(ডিআইজি, সিআইডি)
পল্লবকান্তি ঘোষ
(গোয়েন্দা প্রধান,
কলকাতা পুলিশ)
তমাল বসু
(এসএস, সিআইডি)
বাস্তব বৈদ্য
(ডিসি, এসটিএফ)
রাজেশকুমার যাদব
(এসএস, সিআইডি)
চিরন্তন নাগ
(এসএস, সিআইডি)
প্রণব দাস
(এসএস, ইবি)
সৈয়দ ওয়াকার রেজা
(এসএস, সিআইডি)
সুমনজিৎ রায়
(ডিসি ডিডি-২,
কলকাতা পুলিশ)
সুমন মুখোপাধ্যায়
(আইনি পরামর্শদাতা)
 
কলকাতার বিবাদী বাগ এলাকায় রাজ্য শিল্পোন্নয়ন নিগমের বাড়ির তিনতলায় তদন্ত কমিশনের অফিস হয়েছে। শ্যামলবাবু বলেন, “আগামী দু’-তিন দিনের মধ্যে আরও দুই সদস্য যোগ দেবেন। তার পরই কমিশনের একটি বৈঠক হবে।” কমিশন সূত্রের খবর, ওই বৈঠকেই ঠিক হবে কোন কোন স্থানে, কখন থেকে অভিযোগপত্র জমা নেওয়া হবে। কমিশন চায়, রাজ্যের প্রতিটি জেলায় কোনও একটি সরকারি অফিসে অভিযোগপত্র জমা নেওয়ার ব্যবস্থা করা হোক। ক্ষতিগ্রস্ত মানুষ যাতে অনলাইনেও অভিযোগ জানাতে পারেন, তার ব্যবস্থাও করছে কমিশন।
কমিশনে জমা পড়া অভিযোগ সরকার নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (সিট) কাছে পাঠানো হবে। সারদা কাণ্ডের ঘটনার পিছনে কারা কারা জড়িত, তা-ও দেখবে কমিশন। তবে তদন্তের বিচার্য বিষয় যা-ই হোক না কেন, কমিশন তাদের রিপোর্টে শুধু সুপারিশ করতে পারে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনও এক্তিয়ার তাদের নেই। বিষয়টা আদালত পর্যন্ত গড়ালে কী হবে জানতে চাইলে শ্যামলবাবু বলেন, “সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।” তিনি বলেন, “সরকার একটা নতুন আইন করছে। দেখা যাক, সেই আইনে কী বলা হচ্ছে।”
এ দিকে, গঠিত হওয়ার পরই তড়িঘড়ি কাজ শুরু করতে চাইছে বিশেষ তদন্তকারী দল (সিট)ও। মহাকরণ সূত্রের খবর, শনিবারই বিধাননগর কমিশনারেটে গিয়েছিলেন এডিজি (সিআইডি) শিবাজী ঘোষ ও দুই পুলিশ-কর্তা। সেখানে তাঁরা বেশ কিছু ক্ষণ কথাও বলেন। দু’-তিন দিনের মধ্যেই পুরোদমে কাজ শুরু করবে ‘সিট’। তবে তার আগে বিশেষ তদন্তকারী দলকে সাহায্য করার জন্য আরও কয়েক জন ডিএসপি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ও ইন্সপেক্টরকে মনোনীত করা হবে। সাহায্যকারী দলটির সদস্যদের বাছাই করবেন এডিজি (সিআইডি) ও কলকাতার পুলিশ কমিশনার।
স্বরাষ্ট্র দফতরের এক কর্তা জানান, ডিজি-র নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দলে শিবাজী ঘোষ, কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ-সহ রাজ্য ও কলকাতা পুলিশের ১১ জন আইপিএস অফিসারকে রাখা হয়েছে। তার মধ্যে ছ’জন-ই সিআইডি-র। এই দলে রয়েছেন সুমন মুখোপাধ্যায় নামে এক আইনি পরামর্শদাতা-ও।
কী করবে সিট?
একটি সূত্রের খবর, কমিশনের পাঠানো অভিযোগগুলি ছাড়াও রাজ্যের অন্যান্য ভুঁইফোঁড় আর্থিক সংস্থার বিষয়ে খোঁজখবর ও তদন্ত চালাবে বিশেষ তদন্তকারী দল। সেবি, আয়কর-সহ কেন্দ্রীয় আর্থিক অপরাধ দমন সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ রেখে চলবে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.