|
|
|
|
দুর্দান্ত স্টেক খাওয়ার খুশিই
আজ আমাদের জেতাতে পারে
জাক কালিস |
|
|
নিজে ভাল খেললে স্বাভাবিক ভাবেই তৃপ্ত লাগে। তবে টিমমেটদের সাফল্য দেখলে তৃপ্তি আরও বেড়ে যায়। তাই শুক্রবার রাতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মনি বিসলার হাফসেঞ্চুরি দেখে দুর্দান্ত লেগেছে। বিসলা খুব বিপজ্জনক ক্রিকেটার। ম্যাচ জেতানোর ব্যাপক মশলা রয়েছে ওর মধ্যে। বিসলার ফর্মে আসা আমাদের কেকেআর-কে হয়তো জয়ের ছন্দে ফেরাল। এই মুহূর্তে পয়েন্ট টেবলে উপরে ওঠার জন্য যেটা টিমের ভীষণ প্রয়োজন।
আমি নিজেকে দশ বছর বয়স থেকেই ব্যাটিং অলরাউন্ডার বলে আসছি। তবে বোলিংটাও উপভোগ করি। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। চ্যালেঞ্জটা শরীরের থেকেও অনেক বেশি মগজাস্ত্রের। তাই আমি এটাকে ট্যাকটিক্যাল চ্যালেঞ্জ হিসেবেই দেখি। তবে কেরিয়ারের এই সময় শরীরের খেয়ালও রাখতে হচ্ছে। ইডেনে শুক্রবার আমার কয়েকটা ডেলিভারির ক্ষেত্রে যা ভেবেছিলাম ভাগ্যক্রমে সেটাই হয়েছে। ব্যাটসম্যানরা আউট হয়ে আমাকে কৃতার্থ করেছে।
ওয়েন মর্গ্যানও দুরন্ত আরও একটা ইনিংস খেলল। ওকে দেখে তরুণ ক্রিকেটারদের শেখা উচিত সুযোগ এলে কী ভাবে তার সদ্ব্যবহার করতে হয়। গত আইপিএল মরসুম গোটাটাই ডাগআউটে বসে কাটানোর পর শেষ পর্যন্ত প্রথম এগারোয় এ বার ও ঢুকেছে। শুধু তা-ই নয়, দলে নিজেকে অপরিহার্য করে তুলেছে। ব্রিলিয়ান্ট!
পঞ্জাবকে হারিয়ে স্বস্তি ফিরেছে ঠিকই, তবে আমাদের কাজ সবে শুরু হয়েছে। আগের ম্যাচগুলোয় খারাপ না খেললেও এত দিন যেন ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। গত কয়েকদিন ধরে প্রচুর জার্নির ধকল থাকলেও রবিবার চেন্নাইয়ে জিতলে প্রথম চার দলের দৌড়ে চলে আসব।
কেকেআরের ‘অ্যানালিসিস টিম’ ম্যাচের আগে আমাদের প্রয়োজনীয় সব তথ্য জানিয়ে দিচ্ছে আর তখন যে দলের বিরুদ্ধেই খেলতে হোক না কেন, স্ট্র্যাটেজিও তৈরি হয়ে যাচ্ছে। অনেক প্লেয়ার অনেক আগেভাগে গেমপ্ল্যান তৈরির জন্য বিপক্ষের প্রত্যেকের খুঁটিনাটি জানতে অধীর থাকে। যদিও আমি যতক্ষণ না আমার ‘সুইচ অন’ করে ফোকাস করার সময়টা আসে, ম্যাচ থেকে মনটা সরিয়ে রাখি।
হাসিখুশি বলেই কি একটা দল সফল? নাকি সফল বলেই একটা দল হাসিখুশি? আমি মনে করি একটা হাসিখুশি দলেরই জেতার সম্ভাবনা বেশি থাকে। এটা মাথায় রাখলে আমাদের টিম হোটেলের ওয়েস্ট ভিউ রেস্তোরাঁর প্রশংসা করতেই হবে। দুর্দান্ত ‘স্টেক’ খাওয়ায় ওরা। বাড়ির কথা মনে করিয়ে দেয়।
হাঁটুতে সামান্য ব্যথা রয়েছে। যদিও সেটা অস্বাভাবিক নয়। চোটটোট ছাড়া এ রকম ম্যাচ খেলা প্রায় হয়ই না! |
|
|
|
|
|