|
|
|
|
লাগাতার ধর্ষণের প্রতিবাদ জানিয়ে জনতা-বন্ধ রাঁচিতে |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
দিল্লির পরে এবার রাঁচি। পর পর কয়েক মাস ধরে চলতে থাকা শ্লীলতাহানী ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এ বার পথে নামলেন রাঁচির সাধারণ মানুষ। ডোরাণ্ডার দর্জি মহল্লায় ছ’বছরের এক শিশু কন্যাকে বুধবার ধর্ষণ করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারই ডোরাণ্ডা অঞ্চলে বিক্ষোভ হয়। ওই দিনই লালপুরের একটি জায়গায় এক শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে এক ব্যক্তি। এই সব ঘটনার প্রতিবাদে গত কাল রাতে কয়েকটি অরাজনৈতিক সংগঠন শনিবার রাঁচিতে বন্ধ ডাকে। অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ হলেও শনিবার সকাল থেকে তা রাজনৈতিক চেহারা নেয়। বন্ধের সমর্থনে পথে নামেন বিজেপি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মীরাও।
ধর্ষণ ঠেকাতে প্রশাসন ব্যর্থ, এমন দাবিতেই সকাল থেকেই ডোরাণ্ডা, লালপুর, বর্ধমান কম্পাউন্ড, রাতুরোড, মেকন, হরমুর মতো রাঁচির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বাসিন্দারা। রীতিমতো লাঠি, বাঁশ নিয়ে রাস্তায় নামতে দেখা যায় বন্ধককারীদের। ডোরাণ্ড, হিনু, এ জি মোড়ের মতো জায়গাগুলিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দু-এক জায়গায় বাইকের হাওয়াও খুলে দেওয়া হয়। ঘেরাও করা হয় ডোরাণ্ডা থানাও।
সরকারি সূত্রে খবর, এই বছরে এখনও পর্যন্ত ১৬টি ধর্ষণের মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে। আদালতের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আর এস শর্মা ও স্বরাষ্ট্রসচিব জে ভি তুভিদের কাছে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
|
|
|
|
|