পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন প্রকল্পের নগদ অর্থ মিলছে না, এই অভিযোগে শুক্রবার কালনা ১ ব্লকে কৃষি আধিকারিকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখালেন বাঘনাপাড়া পঞ্চায়েত এলাকার চাষিরা। তাঁদের দাবি, এই প্রকল্পে ২০১১-১২ আর্থিক বর্ষে কৃষি প্রযুক্তি সহায়ক পরিমল দাসের অধীনে হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী, চাষিদের বীজ ধান, কীটনাশক-সহ চাষের নানা উপকরণ বিলি করা হয়েছে ঠিকই। কিন্তু ধান লাগানো, জমি তৈরি ও তার পরিচর্যা করার জন্য বহু চাষিই নগদ অর্থ পাননি। চাষিরা জানান, তাদের প্রতি শতক জমিতে ১৪টাকা ৫৬ পয়সা করে পাওনা রয়েছে। মহকুমা কৃষি দফতরে এ ব্যাপারে বেশ কয়েক বার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁদের। শুক্রবার ক্ষুব্ধ চাষিদের নিয়ে একটি বৈঠক করেন কালনা ১ ব্লকের কৃষি আধিকারিক আশিস দত্ত। মহকুমা কৃষি আধিকারিক স্বপন মারিকের নির্দেশে আলোচনায় যোগ দেন সহ-কৃষি অধিকর্তা নিলয় কর। তিনি আশ্বাস দেন, দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। নিলয়বাবু বলেন, “ওই প্রকল্পে বাঘনাপাড়া এলাকার ৬০ শতাংশ চাষি ইতিমধ্যেই নগদ টাকা পেয়ে গিয়েছেন। পরিকাঠামোগত ত্রুটির কারণে ৪০ শতাংশ চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পাঠানো যায়নি। আশা করছি, মাস খানেকের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন। |