পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোলে। শুক্রবার সকালে আসানসোলের সেনর্যালে রোডে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান জ্যোত্স্না মাঝি (৩৬)। তারপরেই উত্তেজিত হয়ে পড়েন এলাকায় মানুষ। বাসটি ভাঙচুর করেন তাঁরা। গণ্ডগোলের জেরে কিছুক্ষণ যান চলাচলও বন্ধ থাকে। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বৃহস্পতিবারও দুর্গাপুরে এক ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক স্কুল ছাত্রের। ট্রাকটিতে আগুন লাগিয়ে দিয়েছিল স্থানীয় মানুষ। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ হিরাপুর থানার নাকড়াসোতার বাসিন্দা জ্যোত্স্নাদেবী তাঁর স্বামীর সঙ্গে স্কুটিতে চড়ে আসানসোলের দিকে যাচ্ছিলেন। আচমকা ধাক্কায় টাল সামলাতে না পেরে ছিটকে রাস্তার উপর পড়ে যান তিনি। পিছনেই ছিল চিত্তরঞ্জন থেকে আসানসোলগামী ওই এক্সপ্রেস বাসটি। তার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। বাসটিকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেই পালিয়ে যায় চালক, খালাসি। মুহুর্তেই বাস ফাঁকা হয়ে যায়। এরপরে বাসটি ভাঙচুর শুরু করেন এলাকার মানুষ। যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দেহটি আসানসোল মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। |