মূক ও বধির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের কেন্দ্রা ছাতাধাওড়ায়। ওই কিশোরীর দাদা বৃহস্পতিবার অভিযোগ করেন, মঙ্গলবার তাঁর মূক ও বধির বোনকে স্থানীয় মহাবীর ধাঙড়ের ছেলে দীপক ধর্ষণ করে। মহাবীরবাবু এলাকার প্রভাবশালী সিপিএম নেতা হওয়ায় তাঁরা প্রথমে ভয়ে অভিযোগ জানাননি। পরে প্রতিবেশীদের সাহায্যে তিনি এ দিন অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, দীপকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। মহাদেববাবুর বক্তব্য, ষড়যন্ত্র করে তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে। সিপিএমের দামোদর অজয় জোনাল কমিটির সম্পাদক তুফান মণ্ডল বলেন, “মহাবীরবাবু আগে সিপিএম করতেন ঠিকই। তবে দু’বছর তাঁর সদস্যপদ নবীকরণ করা হয়নি।”
|
একটি বিলাসবহুল রেস্তোঁরায় খেতে গিয়ে সেখানকার কর্মীদের হাতে প্রহৃত হয়েছেন এক মহিলা ও তাঁর এক সঙ্গী। আসানসোলের একটি মলের রেস্তোঁরার ঘটনা। হিরাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জয়তী দেশাই নামের ওই মহিলা। শুক্রবার রাতের এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখার পরই তাঁরা অভিযোগের বিষয়ে নিশ্চিত হয়।
|
মাটি ধসে পড়ে খনির ভিতরেই মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার রাতে নিউ কেন্দা কেলিয়ারির ওয়েস্ট কেন্দার বেসরকারি প্যাচে বীরু সিংহ (২৭) নামে ওই শ্রমিক মারা যান। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, ওই রাতে কয়লা কাটার যন্ত্র চালাচ্ছিলেন তিনি। হঠাৎ মাটি ধসে পড়ায় মৃত্যু হয় তাঁর।
|
বরাকর বাসস্ট্যান্ডে পর্যাপ্ত আলো, নিকাশি ও উপযুক্ত শৌচাগারের দাবি তুললেন বাসিন্দারা। শুক্রবার কুলটি পুরসভার উপ-প্রধানের কাছে স্থানীয় নাগরিক কমিটির তরফে অবিলম্বে এই পরিষেবাগুলি দেওয়ার আবেদন করা হয়েছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের বরাকর শহরের এই বাসস্ট্যান্ডটি শহরের মধ্যে এবং আন্তঃরাজ্য যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বহু দুরপাল্লার বাসও এখান থেকে যায় আসে। প্রতিদিন কমপক্ষে অন্তত তিরিশ হাজার যাত্রী ব্যবহার করেন এই বাসস্ট্যান্ডটি। ফলে স্বাভাবিক ভাবেই যাত্রী স্বাচ্ছন্দ্যের এই ন্যূনতম পরিষেবাগুলির জন্য দাবি উঠেছে। কুলটি উপ-পুরপ্রধান বাচ্চু রায় জানান, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
|
সম্প্রতি আসানসোল পুরসভার কাল্লা এলাকায় একটি ক্ষুদ্র জলপ্রকল্পের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। মলয়বাবু জানান, পানীয় জলের সমস্যা মেটাতেই বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বানানো হয়েছে। এলাকায় গভীর নলকূপ বাসিয়ে সাবমার্সিবল পাম্পের সাহায্যে জল সরবরাহ করা হবে। প্রায় ৬ হাজার বসিন্দা উপকৃত হবেন। |