অস্বাভাবিক মৃত্যু হল একজন গৃহবধূর। পুলিশ জানায়, মৃতার নাম লতা প্রধান (৩৯)। তাঁর বাড়ি হলদিবাড়ি শহরের পূর্ব পাড়ায়। শুক্রবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বাড়িতে সেই সময় নবম শ্রেণির ছাত্রী, তাঁর মেয়ে এবং একজন কাজের মহিলা ছিলেন। তাঁর স্বামী মঞ্জুল হোসেন প্রধান শাশুড়িকে নিয়ে চিকিৎসার জন্যে হলদিবাড়ির বাইরে গিয়েছিলেন। শনিবার তাঁদের ফেরার কথা ছিল। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
|
দক্ষিণ দিনাজপুর তপনে জলসঙ্কটে পড়া এলাকাগুলিতে নলকূপ বসাতে উদ্যোগী তৃণমূলের বিধায়ক বাচ্চু হাঁসদা। জলাভাবে পুকুরের জল ব্যবহার করা মামুদপুর মৌজার বাসিন্দাদের জন্য নলকূপ বসাতে উদ্যোগী প্রশাসনও। বিধায়ক জানান, তপনে ১০০টি পানীয় জলের নলকূপ বসানো হয়েছে। আরও ৭৫ টি নলকূপ বসানোর প্রক্রিয়া চলছে। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “মহকুমা শাসককে তপনের পরিস্থিতি দেখে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।” |