টুকরো খবর
সাতদিন ধরে খোঁজ মেলেনি ব্যবসায়ী পুত্রের
দোকান থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর সাতদিন কেটে গেলেও উদ্ধার হননি শিলিগুড়ির এক ব্যবসায়ীর ছেলে। তা নিয়ে পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম অনুজ অগ্রবাল। তাঁর বাড়ি শিলিগুড়ি থানার সেবক রোডে। তাঁর বাবা নরেশবাবু অটোমোবাইল ব্যবসায়ী। বাড়ির নিচেই তাঁদের দোকান। গত ২০ এপ্রিল সন্ধ্যেবেলা ওই দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যান অনুজ। কিছুদিন আগে শিলিগুড়ির দুই ব্যবসায়ী বিনোদ মিত্তল ও সুরেশ অগ্রবাল গোসাইগাঁও যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, তাঁদের অপহরণ করেছে দুষ্কৃতীরা। তাঁরা ফিরেও এসেছে। ফের এক ব্যবসায়ীর ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। শিলিগুড়ি থানায় একটি নিখোঁজ মামলা করার পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে স্মারকলিপি দিয়ে বিষয়টি শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামনকে জানানো হয়েছে। তিনি উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “ওই যুবকের খোঁজ করা হচ্ছে।” পারিবারিক সূত্রের খবর, নরেশবাবুর দুই ছেলের মধ্যে এক ছেলে বিদেশে থাকেন। অনুজ তাঁর বাবার ব্যবসায় সহযোগিতা করতেন। প্রতিদিনই সকাল ও সন্ধ্যায় দোকানে বসতেন। ২০ এপ্রিল সন্ধ্যা ৬টা নাগাদ দোকান থেকে বের হন অনুজ। সাড়ে ৭টা নাগাদ মোবাইলে তিনি দাদা অমিতবাবুর সঙ্গে কথা বলেন। এর পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পথ নিয়ে ক্ষোভ
পিচ রাস্তার কাজ শেষ না-হওয়ায় ক্ষোভ সৃষ্টি হল কালচিনির গাঙ্গুটিয়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামনে বর্ষা। দ্রুত কাজ শেষ করা না হলে এ বার জলকাদার জন্য চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়াবে। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি দীপ্তি দত্ত সমস্যার কথা অস্বীকার করেননি। তিনি বলেন, “টাকার সমস্যার জন্য গাঙ্গুটিয়া থেকে ডিমা বিচ লাইন পর্যন্ত নতুন রাস্তার কাজ শেষ করা যায়নি। এ জন্য বাসিন্দাদের সমস্যা হচ্ছে। টাকা পাওয়া গেলে কাজ শুরু হবে।” গাঙ্গুটিয়া এলাকায় প্রায় ৪ হাজার মানুষের বসবাস। বছরখানেক আগে জেলা পরিষদের উদ্যোগে খাসবস্তি থেকে ডিমা বিচ লাইন পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা পাকা করার কাজ শুরু হয়। অভিযোগ, দু’কিলোমিটার রাস্তার পরে কাজ এগোয়নি। বর্ষার আগে কাজ শেষ না হলে দুর্ভোগ পোহাতে হবে তাঁদের। জানা গিয়েছে, গাঙ্গুটিয়া খাসবস্তি ও গাঙ্গুটিয়া চা বাগানের বাসিন্দারা ওই রাস্তা দিয়ে কালচিনির সঙ্গে যোগাযোগ রাখেন। কালচিনি থেকে নির্বাচিত জেলা পরিষদের আরএসপির সদস্য রামকুমার লামা জানান, দু’বছর আগে ২ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৪২ লক্ষ টাকা বরাদ্দ হয়। গত বছর ওই কাজ শেষ হয়। বাকি রাস্তার কাজ কবে শুরু হবে? রামকুমারবাবু এ বিষয়ে কিছু জানাতে পারেননি। তিনি বলেন, “কবে কাজ শুরু হবে বলা সম্ভব নয়। তবে বর্ষার আগে এই কাজ না হলে বাসিন্দারা বিপাকে পড়ে যাবেন। জলকাদার জন্য যাতাযাত করতে পারবেন না।” গারোপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কবিতা কেরকেট্টা এই প্রসঙ্গে বলেন, “ওই রাস্তার সমস্যার কথা জেলা পরিষদকে জানানো হয়েছে।”

কলেজে বচসা আলিপুরদুয়ারে
বসার জায়গা নিয়ে কলেজের পরীক্ষা হলে পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষকের বচসা হল জয়গাঁ ও আলিপুরদুয়ার কলেজে। শুক্রবার বিএ দ্বিতীয় বর্ষ পরীক্ষা হয় জয়গাঁ ননী ভট্টাচার্য স্মৃতি স্মারক মহাবিদ্যালয় ও আলিপুরদুয়ারে কলেজে। জয়গাঁ কলেজের পিএসইউ নেতা সুমিত বড়ুয়া, বিদ্যার্থী মোর্চা নেতা যোগেশ থাপারা জানান, একটি বেঞ্চে ৩-৪ জন করে ছাত্রকে বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। জয়গাঁ কলেজ পরিচালন সমিতির সভাপতি দিলীপ রায় জানান, কলেজে জায়গার সমস্যা রয়েছে ঠিকই। এদিন কী হয়েছে জানি না। কলেজ অধ্যক্ষ রত্না পাল জানান, এদিন এক জন অতিথি পরীক্ষককে এক ছাত্র হল থেকে বেরিয়ে যেতে বলেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, নকল করবে বলে ছাত্র পরীক্ষককে বেরিয়ে যেতে বলেছিল। পরীক্ষক না বেরোনোয় তাঁকে নিগ্রহের চেষ্টা হয়। পরীক্ষকেরা গিয়ে পরিস্থিতি সামলান। আলিপুরদুয়ার কলেজে বিএ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সময় এক ছাত্রকে হাতেনাতে নকল করতে ধরায় তিনি শিক্ষককে হেনস্থা করেন বলে অভিযোগ।

রিপোর্ট চাইল কমিশন
বনকর্মীর গুলিতে বাগডোগরার এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্য মানবাধিকার কমিশন। সম্প্রতি কমিশনের চেয়ারম্যান তথা বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় ওই নির্দেশ দেন। কমিশন সূত্রের খবর, চার সপ্তাহের মধ্যে ওই রির্পোট চেয়ে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, ২০১২ সালের ২৬ জুন দুপুর আড়াইটা নাগাদ মিলন রাউটিয়া নামে এক শ্রমিককে বনকর্মীরা গুলি করে খুন করে বলে অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.