মালিক শ্রমিক বিরোধের জেরে বেশ কিছু বাস বন্ধ শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটে। ফলে, চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার থেকে একটি সুপার বাসের অস্থায়ী কন্ডাক্টরের কাজ করা নিয়ে ঝামেলা বাধে দু’পক্ষে। ওই ঘটনার পরে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ করে দিয়েছেন মালিকপক্ষ। হাতে গোনা কয়েকটি সরকারি বাসের ওপর নির্ভর করেই যাতায়াত করতে হয়েছে যাত্রীদের।
বৃহস্পতিবার একটি সুপার বাসের স্থায়ী কন্ডাক্টর ছুটি নেন। শ্রমিক ইউনিয়নের তরফে একজন অস্থায়ী কন্ডাক্টর দেওয়া হয়। আর সেই কর্মীকে মালিকের পছন্দ নয়। তাঁকে রাখতে নারাজ হন বাস মালিক। এই নিয়ে বচসা শুরু হয় দুপক্ষের। তার জেরেই এ দিন বাস বন্ধ করে দেয় মালিকেরা। যে বাসটি নিয়ে ঝামেলা সেটিকে কদমতলা বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়েছে বৃহস্পতিবার রাত থেকে। সমস্যার সমাধান না মেটানো পর্যন্ত কোনমতেই বাস সরানো যাবেনা বলে দাবি শ্রমিক পক্ষের। পাশাপাশি এই ঘটনায় শ্রমিক ইউনিয়নের তরফেই ইউনিয়নের দুই সদস্য গৌরীশঙ্কর দাস ও মনগোপাল রায় নামে দুজনকে মারধরের অভিযোগ ওঠে।
এই ঘটনায় শ্রমিক ইউনিয়নের কয়েকজনের নামে থানায় অভিযোগ জানিয়েছেন বাস মালিক ভোলা মাহাতো। তবে এই অভিযোগ মানতে নারাজ শ্রমিক ইউনিয়নের নেতারা। এবিষয়ে শ্রমিক সংগঠনের সভাপতি কৃষ্ণেন্দু মোহান্ত বলেন,“মালিকদের প্ররোচনায় হাসপাতালে ভর্তি হয়ে শ্রমিক ইউনিয়নের নামে মিথ্যে অভিযোগ করছে।” মালিকদের পক্ষে সুব্রত দত্ত জানান, সমস্যার সমাধান না হলে বাস চালানো সম্ভব নয়। |