রাস্তা তৈরিতে কারচুপির অভিযোগে গ্রামবাসীদের আয়োজন করা পথসভায় হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতা-সহ তিন জনের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ হল। শুক্রবার সকালে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আলিপুরদুয়ার-শামুকতলা রোডে খাটাজানি এলাকায় পথ অবরোধে সামিল হন বাসিন্দারা। পুলিশ অভিযুক্তদের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় দুই ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। শামুকতলা থানার ওসি প্রবীণ প্রধান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের দ্রুত ধরা হবে।
আলিপুরদুয়ার ২ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একটি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার যশোডাঙা বাজারে গ্রামবাসীদের সভায় হামলা চালানোর অভিযোগ ওঠে ওই পঞ্চায়েতের প্রধানের স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে। এর সকলে তৃণমূল কর্মী বলে পরিচিত। বাসিন্দাদের অভিযোগ, হামলায় জখম হয়েছেন উত্তর মজিদখানা গ্রামের সত্যেন্দ্র প্রসাদ রায় ও বিষ্ণু রায়। পঞ্চায়েত প্রধানের স্বামী অম্বিকা চরণ রায় ও আরও দুই জনের নামে শামুকতলা থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। এরমধ্যে প্রধানের ভাইও রয়েছে বলে অভিযোগ।
অভিযোগ অস্বীকার করেছেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি রায়। তিনি বলেন, “আমার স্বামী বা দলের কেউ এতে যুক্ত নয়। একটা চক্রান্ত হয়েছে। তবে ভাই যদি কিছু করে থাকে তা দুঃখজনক। আর রাস্তা তৈরি নিয়ম মেনেই হয়েছে। অনিয়ম হয়নি।” প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা অম্বিকাচরণবাবু বলেন, “ঘটনাস্থলে আমি ছিলাম না। আমাদের ফাঁসানো হয়েছে। দলের কেউ এতে জড়িত নয়।” একই দাবি করেছেন দলের আলিপুরদুয়ার-২ ব্লক সভাপতি কাজল দত্ত। গ্রামবাসীদের অভিযোগ, ২২ লক্ষ টাকা ব্যয়ে উত্তর মজিদখানা গ্রামে আড়াই কিমি রাস্তায় বালি-পাথর বিছানোর কাজে অনিয়ম হয়। বিডিওকে বিষয়টি জানিয়ে কিছু কাজ না হওয়ায় জেলাশাসকের দ্বারস্থ হন বাসিন্দারা। তদন্তে অনিয়ম ধরা পড়ায় জেলাশাসক বিডিওকে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একজন নির্মাণ সহায়ককে শোকজ করা ছাড়া কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরেই বাসিন্দারা গ্রাম বাঁচাও কমিটি গড়েন। কমিটির নেতা সত্যেন্দ্র প্রসাদ রায় বলেন, “বিডিও ব্যবস্থা নিচ্ছেন না কেন সেটাই বোঝা যাচ্ছে না। উল্টে আমাদের উপর হামলা চালানো হচ্ছে। প্রধানের স্বামী, আত্মীয়-সহ ৩ অভিযুক্তদের না ধরা পর্যন্ত এই আন্দোলন চলবে।” বিডিও সজল তামাং বলেছেন, “পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” |