সাজগোজ...
আরামে লিনেনে
চোখ যাকে দেখে বলবে, ‘বেশ ঠান্ডা’, সে-ই সুন্দর। মরসুমটাই তেমন যে। সাজের মেজাজটাও এখন তেমনই। যাঁরা দেখবেন, তাঁদের শ্বাস নেওয়ার সুযোগ দিতে হবে তো।
গরমের দুপুরে কাজ হোক বা পার্টি, ফ্যাশনে সঙ্গী করে নেওয়া যায় ছোট্টখাট্ট কোনও লিনেন টপকে। নীচে থাকুক ধোতি প্যান্ট, ঢলঢলে প্যারালাল ট্রাউজার বা শর্ট স্কার্ট। একটা সুন্দর টপই মাত করে দিতে পারে লুকটা। খেয়াল রাখতে হবে শুধু ট্রেন্ডটার দিকে। মরসুমের সঙ্গে মানানসই হতে হবে সেই টপের রং, ফ্যাব্রিক আর অবশ্যই কাট।
ছুটির দুপুরের পার্টি
অনায়াসে বেছে নেওয়া যায় কোনও সেমি-ট্রান্সপারেন্ট লিনেন শার্ট। ডিজাইনার অভিষেক দত্তের মতে এ মরসুমের সবচেয়ে ট্রেন্ডি সাজের মধ্যে পড়ে এটি। আর সে শার্ট যদি হয় কোনও প্যাস্টেল শেডের তবে তো কথাই নেই। নিজের ফ্যাশন স্টেটমেন্টটা তৈরি করে নিতে বেছে নেওয়া যায় কোনও অফ-শোল্ডার বা এক কাঁধ ঢাকা টপ। হারিয়ে যায়নি স্ট্যাপিও। কাঁধের কাছে সরু সরু নুডলসের মতো দেখতে রঙিন সুতোই অন্য রকম করে তুলতে পারে লুকটা। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল আবার ফিরিয়ে আনছেন আগেকার বোট নেক টপের সাজ। তাঁর মতে গরমে কাঁধের কাছে যত কম কাপড় থাকে ততই সাজটা আরামদায়ক হয়। আর তার জন্য এই ধরনের টপ সব সময়েই ট্রেন্ডি। ধোতি প্যান্টের সঙ্গে ছোট কুর্তা বা জার্সির স্লিভলেস টপসও লুকটা করে তুলতে পারে একেবারে আলাদা। সঙ্গে শুধু থাকুক মানাসই রাবার স্যান্ডেলস্‌।
রাতের পার্টি
এই সময়ে একটু এক্সপেরিমেন্ট করে নেওয়া যায় জামার মেটিরিয়াল নিয়ে। ডিজাইনার চন্দ্রাণী সিংহ ফ্লোরার মতে গরমের সন্ধের সাজে সব চেয়ে ট্রেন্ডি শিফন টপ। আর তাতে যত থাকবে ফ্লেয়ার, ততই খুলবে রূপ। হাল্কা কমলা, ফুশিয়া পিঙ্ক অথবা অ্যাপল গ্রিনের এই শিফন সাজ উজ্জ্বল করে তুলতে পারে চারপাশ।
গরমে রাতে অগ্নিমিত্রার আবার পছন্দ স্যাটিন-লুকও। কোনও মিনিয়েচার প্রিন্টের স্যাটিন দিয়ে পুশি-বো টপ পরে লুকটা করে ফেলা যায় বেশ রেট্রো মেজাজের, জানালেন তিনি। আর এর সঙ্গে অবশ্যই জনপ্রিয় হল্টারনেক নিজের জায়গা ধরে রেখেছে সব পার্টির জন্যই।
রোজের কাজে
অফিসের ক্ষেত্রে অনেক সময়েই লুকটা ফর্মাল হলে ভাল হয়। বেছে নেওয়া যায় কোনও সাদা শার্ট। সঙ্গে চলতে পারে কোনও ফর্মাল কটন ট্রাউজার। মিটিং অথবা কনফারেন্সের জন্য রেখে দেওয়া যায় সুতির হালকা রঙের সামার জ্যাকেট। সলিড রঙের পাশাপাশি চলতে পারে চেকস্‌ও। বললেন ডিজাইনার চন্দ্রাণী সিংহ ফ্লোরা। কাজের দিনের সাজে চলতে পারে লেগো ম্যাটো স্লিভসও। মনে করালেন অভিষেক। হাতার উপরের দিকটা চাপা থাকলেও নীচের দিকটা খোলামেলা হলে বেশি আরামদায়ক হয় যে। এমন হালকাফুলকা সাজেই যে এখন সহজে হয়ে ওঠা যায় গর্জাস। বরং বলা ভাল, লুক যত হবে কোমল, এ মরসুমে ততই কাড়বে নজর। বলছেন ডিজাইনারেরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.