সারদা-কাণ্ডের জেরে বিক্ষোভ-ভাঙচুর হল শুক্রবারও। চলেছে লুঠপাটও।
এ দিন শিলিগুড়িতে মহকুমাশাসকের অফিসে আইন অমান্য কর্মসূচি পালনের সময় সেখানে ভাঙচুরের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস সমর্থকরা দুই তৃণমূল নেতা-সাংসদের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্বে থাকা কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকারের দাবি, “ভাঙচুরের ঘটনা ঘটেনি। সারদা গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের একাধিক নেতা-মন্ত্রীর সম্পর্ক স্পষ্ট হয়েছে। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।” প্রশাসন পুলিশে অভিযোগ দায়ের করেছে।
সারদা গোষ্ঠীর এজেন্টদের একাংশ নিরাপত্তার দাবিতে এ দিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল করেন। পুলিশ কমিশনারেটে গিয়ে তাঁরা ওই দাবি জানান। অবিলম্বে টাকা ফেরতের দাবিতে দার্জিলিঙে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখান সারদার এজেন্ট ও আমানতকারীরা। ধুবুরিতে আমানতকারী ও এজেন্টদের একাংশ সারদা গোষ্ঠীর কেনা একটি তিনতলা বাড়িতে তালা ঝুলিয়ে দেন। অভিযোগ, সকালে ইসলামপুর থানা এলাকার টেঁকা গ্রামে সারদা গোষ্ঠীর এজেন্টের বাড়িতে চড়াও হয়ে আমানতকারীরা কয়েক হাজার ইট ও কয়েকটি গরু লুঠ করে। ওই গ্রামেরই আর এক এজেন্টের তিন বিঘা জমি জবরদখল করেন আমানতকারীরা। কাকদ্বীপের সুভাষনগর মোড়ের কাছে ‘সারদা ইনভেস্টমেন্ট’-এর অফিসে ভাঙচুর
ও লুঠপাট হয়।
হলদিবাড়িতে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি ভুঁইফোঁড় আর্থিক সংস্থার অফিসের সামনে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান আমানতকারীরা। শিলিগুড়িতে ‘অ্যানেক্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’-এর কার্যালয়ে অভিযান চালিয়ে সমস্ত জিনিসপত্র ও নথি বাজেয়াপ্ত করে পুলিশ। ‘সিল’ করে দেওয়া হয় কার্যালয়। শিলিগুড়িতে রোজভ্যালী সংস্থার দফতরে পাঁচশোরও বেশি আমানতকারী তাঁদের জমানো আট লক্ষেরও বেশি টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন। সংস্থার শিলিগুড়ির আঞ্চলিক ম্যানেজার মাজিদুল ইসলাম বলেন, “যিনি টাকা ফেরত চাইছেন, তাঁকে ফেরত দেওয়া হচ্ছে। কাউকে ফেরানো হবে না।” আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এক এজেন্টের থেকে এই অভিযোগ পেয়ে এ দিন ‘ভারত কৃষি সমৃদ্ধি’ নামে একটি সংস্থার তিলজলার মূল কার্যালয়ে হানা দিয়ে দুই ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। দেড় বছর আগে মুর্শিদাবাদ থেকে প্রায় ২৫ কোটি টাকা তুলে পাততাড়ি গুটিয়েছিল ‘বোস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’। সারদা লালগোলা থানায় সংস্থার তিন মালিক দিব্যেন্দু বোস, তাঁর স্ত্রী এলিনা বোস ও তাদের আত্মীয় সঞ্জিত হালদারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ওই তিন জনের বাড়ি হাওড়ার শিবপুরে। |