সারদা-কাণ্ডের জেরে অন্যান্য ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থা থেকে টাকা ফেরতের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ইতিমধ্যেই রোজভ্যালী লগ্নিকারীদের টাকা চেকের মাধ্যমে ফেরত দেওয়া শুরু করেছে। এ বার লগ্নি করা টাকা ফেরতের দাবিতে প্রয়াগ নামে একটি সংস্থায় তালা মেরে কর্মীদের প্রায় আট ঘণ্টা আটকে রাখার ঘটনা ঘটল খাতড়ায়। শুক্রবার তালা দেন এজেন্ট ও লগ্নিকারীরা। অফিসের ভিতরে ম্যানেজার-সহ দুই কর্মী এবং আট জন এজেন্ট আটকে পড়েন। খাতড়া থানার আইসি রমেন্দ্রনাথ সিংহের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। বিক্ষোভকারীরা অবশ্য তালা খুলতে রাজি হননি। পরে সন্ধ্যা প্রায় সাতটায় তালা খোলা হয়। |
সারদা গোষ্ঠীর ভরাডুবির পরে অন্য ভূঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার লগ্নিকারী ও এজেন্টরাও উদ্বেগে পড়েন। বিক্ষোভ হয় মূলত রোজভ্যালীর বিভিন্ন অফিসে। এ বার আঁচ পড়ল প্রয়াগেও। এ দিন সকালে এজেন্ট ও আমানতকারীরা ওই সংস্থার অফিসে গিয়ে জমা করা টাকা অবিলম্বে ফেরত চেয়ে বিক্ষোভ দেখান। ওই শাখার ম্যানেজারকে ঘেরাও করে তাঁরা দাবি করেন, টাকা ফেরত দিতে হবে। ম্যানেজার তাঁদের আশ্বস্ত করেন এই বলে যে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবছেন। কোনও নির্দেশ না পেলে তাঁর পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়। এরপর বেলা প্রায় ১১টায় বিক্ষোভকারীরা কর্মী ও কিছু এজেন্টকে ভিতরে রেখে বাইরের দরজায় তালা ঝুলিয়ে দেন। ওই সংস্থার এজেন্ট খাতড়ার বাসিন্দা মধুসূদন পাল, কৃষ্ণপদ মাহাতো বলেন, “আমরা এখানে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে জমা করেছি। নিজেরাও লগ্নি করেছি। এখন আমরা সুদ চাইছি না। শুধুমাত্র আসল টাকা ফেরত চাইছি।” একই দাবি গ্রাহকদেরও। প্রয়াগের খাতড়া শাখা অফিসের ম্যানেজার সব্যসাচী প্রামাণিক বলেন, “আমানতকারীরা মেয়াদ পূর্ণ হওয়ার আগেই টাকা তুলতে চাইছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পেলে কী ভাবে লগ্নিকারীদের টাকা ফেরত দেব?” পরে সন্ধ্যায় তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দেন, ৩ মে সংস্থার কর্মকর্তারা খাতড়া অফিসে এ নিয়ে আলোচনা করতে আসবেন। এরপরেই তালা খোলা হয়।
এ দিকে মেয়াদ পূর্ণ হওয়ার আগে লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার সময় রোজভ্যালী কিছু টাকা কেটে নেওয়ায় ক্ষোভ ছড়াল বিষ্ণুপুরেও। এ দিন বিষ্ণুপুরে রোজভ্যালীর অফিসে গিয়ে শহর যুব তৃণমূলের সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় লগ্নিকারীদের টাকা কাটা যাবে না বলে দাবি জানান। তাঁর সঙ্গে যোগ দেন লগ্নিকারী ও এজেন্টদের একাংশ। সংস্থার বিষ্ণুপুর শাখার ম্যানেজার প্রসেনজিৎ আঢ্য বলেন, “অন্যায় ভাবে টাকা কাটা হচ্ছে না। হিসেব মতো লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।” |