টুকরো খবর |
পুলিশের গাড়ির ধাক্কায় জখম ছাত্রী, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পুলিশের গাড়ির ধাক্কায় এক ছাত্রীর জখম হওয়ার ঘটনায় শুক্রবার সকালে হলদিয়ার বালুঘাটা মোড়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করলেন গ্রামবাসীরা। ফলে, ব্যাহত হয় যান চলাচল। এসডিপিও (হলদিয়া) চন্দন ঘোষ ওই গাড়ির পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই এলাকার বাঁশকানা থেকে সাইকেলে চকদ্বীপা হাইস্কুলে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী পারমিতা প্রামাণিক। বালুঘাটা মোড়ের কাছে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা টাউনশিপ পুলিশের একটি গাড়ি পারমিতার সাইকেলে ধাক্কা মারে। পারমিতা ছিটকে পড়ে। পুলিশের গাড়িটি চলে যায়। অচৈতন্য অবস্থায় পারমিতাকে পড়ে থাকতে দেখে তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পুলিশের শাস্তি এবং ওই মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে শুরু হয় অবরোধ। ভবানীপুর থানার পুলিশ এবং এসডিপিও ঘটনাস্থলে আসেন। এর পর অবরোধকারীরা ঘটনাস্থলেই মীমাংসার দাবি তোলেন। এসডিপিও বলেন, “অবরোধ চলছিল। পথ সুরক্ষা-সহ অবরোধকারীদের কিছু দাবি ছিল। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় অবরোধ উঠে যায়।”
|
বধূকে ধর্ষণের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম মহম্মদপুর এলাকার চিল্লগ্রামের বাসিন্দা শেখ মহম্মদ হোজাইথ নামে ওই যুবককে ধরা হয়। নন্দীগ্রামের সামসাবাদ এলাকার বাসিন্দা ওই বধূ ও তাঁর স্বামী চিল্লগ্রামের এক গ্রামীণ মেলায় বৃহস্পতিবার ফুচকার দোকান করেছিলেন। রাত সাড়ে ন’টা নাগাদ স্বামী অসুস্থ হয়ে পড়ায় ওই বধূ কাছেই একটি নলকূপ থেকে জল আনতে যান। ওই বধূর স্বামী জানিয়েছেন, হোজাইথ-সহ কয়েক জন তাঁর স্ত্রীকে নলকূপের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চিৎকারে স্থানীয় লোকজন চলে আসেন। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় হোজাইথ। পুলিশ তাকে গ্রেফতার করে। ওই বধূকে নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। শুক্রবার ধৃতকে হলদিয়া আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ হয়।
|
লোধা উন্নয়ন বৈঠক সবংয়ে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লোধাদের উন্নয়ন নিয়ে শুক্রবার বৈঠক হল সবং বিডিও অফিসে। হাজির ছিলেন পাঁচটি গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। সেগুলি হল, এক, জাতিগত শংসাপত্র, দুই, অন্তদ্বয়-অন্নপূর্ণা যোজনার কার্ড এবং তিন, এসটি পেনশন। সবংয়ের দেভোগ, সারতা, দশগ্রাম-সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৮৪০টি লোধা পরিবারের বসবাস রয়েছে। পরিবারগুলো যাতে সরকারি প্রকল্পের সুযোগ পেতে পারেন, বৈঠকে তা নিয়েই আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, গ্রামে গ্রামে ক্যাম্প করে শংসাপত্র-কার্ড বিলি করা হবে। সবংয়ের বিডিও কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “বৈঠকে লোধা পরিবারগুলোর সার্বিক উন্নয়ন নিয়েই আলোচনা হয়। তবে তিনটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে। সব কিছু খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।”
|
পাম্প ফেটে জখম ৩
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
শুক্রবার সকালে ঝাড়গ্রাম শহরে একটি টায়ার মেরামতের দোকানে এয়ার-পাম্প ফেটে এক কিশোর-সহ তিন জন গুরুতর জখম হয়েছেন। সকাল সাড়ে এগারোটা নাগাদ শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকার ওই দোকানটিতে আচমকা প্রচণ্ড শব্দে এয়ার-পাম্পটি ফেটে যায়। প্রায় দু’শো মিটার পরিধি জুড়ে মেশিনটির টুকরো ছিটকে পড়ে। গুরুতর জখম হন দোকানের মালিক সত্যকুমার দাস ও কর্মী বাচ্চু সিংহ। সত্যবাবু ও বাচ্চুবাবু দোকানের ভিতরে ছিলেন। ষষ্ঠশ্রেণীর পড়ুয়া রঞ্জন জানার বাড়ি ওই এলাকায়। বাড়ির বাইরে হাত ধোয়ার সময় ছিটকে আসা লোহার টুকরোর আঘাতে জখম হয় রঞ্জন। তিনজনকেই ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দোকানটিও ধূলিসাৎ হয়ে গিয়েছে।
|
কাঁথিতে মিছিল
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতেশুক্রবার বিকেলে কাঁথিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করল কংগ্রেস। নেতৃত্ব দেন কংগ্রেস নেতা কণিষ্ক পণ্ডা, উত্তম বারিক, বিশ্বজিৎ মাইতি, প্রদেশ যুব কংগ্রেস সাধারণ সম্পাদক রাজা সাহা।
|
আইনজীবীদের সংবর্ধনা |
কাঁথি আদালতের প্রবীন পাঁচ আইনজীবীকে বুধবার কাঁথি আদালতের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত পাঁচ আইনজীবী হলেন, কার্তিকচন্দ্র মাইতি, জগদীশ দাস, চিত্ত মহাপাত্র সন্তোষ দাস ও প্রভঞ্জন মিশ্র। |
|