টুকরো খবর
বেলদায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ
অফিস-স্কুলের সময় যানজট এড়াতে শুক্রবার থেকে বেলদায় ভারি গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করল পুলিশ। বেলদার দু’টি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে একটি বেলদা মেন রোড, অন্যটি পুরনো কাঁথি রাস্তা। পুরনো কাঁথি রাস্তার উপর লরি দাঁড় করিয়ে মালপত্র ওঠানো-নামানো হয়। মেন রোডের উপরও লরি দাঁড়িয়ে থাকে। ফলে, সমস্যায় পড়েন পথচলতি মানুষ। অফিস-স্কুলের সময় সমস্যা বাড়ে। দীর্ঘ দিন ধরেই এই দুই রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবি উঠছিল। শুক্রবার থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হল। পুলিশ জানিয়েছে, সকাল ১০টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে ৪ টে--এই সময়ে কোনও মালবাহী গাড়ি এই দুই রাস্তার উপর দিয়ে চলাচল করতে পারবে না। বেলদা থানার ওসি সুধাংশু বন্দ্যোপাধ্যায় জানান, যানজট এড়াতেই এই সিদ্ধান্ত।

কৃষিযন্ত্রের অর্থ পড়েই, বৈঠক
সরকারি প্রকল্পের অর্থ এসে পড়ে থাকলেও তা খরচ হচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে এক বৈঠক হল মেদিনীপুরে। শুক্রবার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষের দফতরে আয়োজিত এই বৈঠকে ছিলেন লিড ডিস্ট্রিক ব্যাঙ্ক ম্যানেজার সমরেন্দ্র সন্নিগ্রাহী-সহ কৃষি দফতরের আধিকারিকেরা। কৃষকদের কৃষিযন্ত্র দেওয়ার জন্য সরকারি প্রকল্প রয়েছে। কিন্তু, প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থ জেলায় এসেছে, তার বেশিরভাগই খরচ হয়নি। জেলা প্রশাসনের আশ্বাস, পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।

প্রহৃত সিপিএম কর্মী
বাড়ি ফেরার পথে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে নারায়ণগড় ব্লকের বাখরাবাদে। প্রহৃত ব্রজকিশোর দাস বাখরাবাদ লোকাল কমিটির সদস্য। সিপিএমের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ব্রজকিশোরবাবু যখন পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন, তখনই তাঁর উপর চড়াও হয় তৃণমূলের লোকেরা। অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল জানিয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি।

জখম দুই রেলকর্মী
কাজ করার সময় উঁচু লোহার টুল থেকে নীচে পড়ে জখম হলেন রেল ওয়ার্কশপের দুই কর্মী। তাঁদের নাম দেবনাথ দাস ও কে আর নাইডু। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। জখম অবস্থায় দুই কর্মীকে উদ্ধার করে খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, উঁচু টুলের উপর উঠে দেবনাথবাবুরা ইএমইউ শপে কাজ করছিলেন। আচমকাই সেখান থেকে নীচে পড়ে যান। দু’জনই এখন চিকিৎসাধীন।

শিক্ষকের মৃত্যু
চলে গেলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বিনোদবিহারী দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। তাঁর বাড়ি মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রামে। নয়াগ্রাম প্রাথমিক স্কুলেই শিক্ষকতা করতেন তিনি। ’৮৯ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.