|
|
|
|
গোষ্ঠীদ্বন্দ্বে লাগাম তৃণমূলের |
শিলদায় এক মঞ্চে শুভেন্দু-মুকুল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জঙ্গলমহলে দলের গোষ্ঠীদ্বন্দ্বে লাগাম পরিয়ে ‘একতা’র বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। সেই লক্ষ্যে আজ, শনিবার বিকেল ৩টায় যুব তৃণমূলের উদ্যোগে বিনপুরের শিলদায় এক সভায় এক সঙ্গে হাজির থাকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও রাজ্য যুব তৃণমূলের সভাপতি শুভেন্দু অধিকারী।
গত ১৯ মার্চ বিনপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভায় উল্লেখযোগ্য লোক না-হওয়ায় মুখ পুড়েছিল দলের। লোক না-হওয়ার পিছনে শুভেন্দু-মুকুল গোষ্ঠীর কাজিয়া অন্যতম কারণ ছিল। শুভেন্দু না চাইলে লোক জড়ো করা কঠিন এমনই বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে খবর। কারণ যা-ই হোক না কেন, সেদিনের অস্বস্তি কাটাতে বড় ধরনের জমায়েত করে ‘ড্যামেজ কন্ট্রোলে’র সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। নয়াদিল্লিতে এসএফআইয়ের হাতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিগ্রহের ঘটনার প্রতিবাদে শিলদার নীলকমল মাঠের ‘ধিক্কার সমাবেশ’ তারই অঙ্গ।
ওই সভায় মুকুল ও শুভেন্দু দু’জনেই থাকবেন জানিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় জোরকদমে প্রচার-মিছিল হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নির্মল ঘোষ বলেন, “সিপিএমের ষড়যন্ত্রের বিরুদ্ধে মুকুলবাবু ও শুভেন্দু দু’জনেই সভায় বক্তব্য রাখবেন।” কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষের কথায়, “সিপিএম-মাওবাদী জোট সুযোগ বুঝে এলাকায় ফের অশান্তি পাকানোর চেষ্টা করছে। সে বিষয়ে মানুষজনকে সতর্ক করে উন্নয়ন ও শান্তির বার্তা দেবেন দু’জনে।” সভায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের জমায়েত হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
পশ্চিম মেদিনীপুর তথা জঙ্গলমহলে শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের গোষ্ঠীর মধ্যে ক্ষমতার দড়ি টানাটানির খেলায় আখেরে দলেরই ক্ষতি হচ্ছে বলে মানছেন নিচু তলার নেতা-কর্মীরা। সম্প্রতি লালগড় ব্লকে অধিকার প্রকল্পে টাকা পাওয়া নিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। গত ২৪ মার্চ তৃণমূলের লালগড় ব্লক সভাপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে পদ থেকে ইস্তফা দেন ব্লক যুব সভাপতি। তা গৃহীত না হলেও এই ঘটনায় বেকায়দায় পড়েন তৃণমূল নেতৃত্ব। সেই ক্ষোভ সামাল দিতে গত ১২ এপ্রিল লালগড়ে তৃণমূলের তরফে এক কর্মিসভার আয়োজন করা হয়। ওই সভায় সাংসদ শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে আভ্যন্তরীণ ক্ষোভ-বিক্ষোভ ভুলে একজোটে সাংগঠনিক কাজে নামার কথা বলেন দলীয় নেতারা। |
|
|
|
|
|