|
|
|
|
|
|
টুকরো খবর |
সম্মান |
নববর্ষের সূচনায় যাঁরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পুরস্কারে সম্মানিত হয়েছেন, তেমন কিছু আবাসিকের সম্মানার্থে সল্টলেকের বি এল ব্লক কমিউনিটি হলে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন বাসিন্দারা। হাজির ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ‘ভিকি ডোনার’ ছবির পরিচালক সুজিত সরকার। দেবাশিস দাস, অরূপ চক্রবর্তী ও ধ্রুবজ্যোতি লাহিড়ীর মতো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পুরস্কার প্রাপকদেরও সম্মান জানানো হয়।
|
|
বাসন্তী বিদ্যাবীথি-র কর্ণধার সুদীপ সেনের সোনারপুরের বাড়িতে বাসন্তী পুজো।
উপস্থিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। ছবি: সুব্রত রায়
|
|
সম্প্রতি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে
নূপুরছন্দা ঘোষের
গানের অনুষ্ঠান। সূচনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সব্যসাচী বসুরায়চৌধুরী।
আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য, নাটক, সঙ্গীত ও দৃশ্যকলা অ্যাকাডেমি। ছবি: বিশ্বনাথ বণিক
|
|
একটি চিকিৎসা শিবিরে চিকিৎসক সুনীল ঠাকুর, সুমন্ত ঠাকুর ও সমীর ব্রহ্মচারী।
আয়োজনে নিউ ব্যারাকপুরের ‘ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী সেবাশ্রম সঙ্ঘ’।
|
|
অন্নপূর্ণা রূপে শ্রীরামকৃষ্ণের পুজো। সম্প্রতি শ্রীরামকৃষ্ণ
প্রেমবিহারে দমদম চিড়িয়ামোড়ের প্রধান কার্যালয়ে। |
|
|
|
|
|
|
|