কে বলবে তার ব্যাটিং দেখে ছ’সপ্তাহ চোটের জন্য মাঠের বাইরে ছিলেন? বৃহস্পতিবার চিপকে ৪৫ বলে শিখর ধবনের ৬৩ রানের ইনিংস টিমকে না জেতালেও আগাগোড়া ছিল সাবলীল। এতটাই যে মনে হবে গত সপ্তাহেই হয়তো অভিষেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে উঠেছেন তিনি। কিন্তু ঘটনাটা হল, তৃতীয় টেস্টের পর ক্যাচ নিতে গিয়ে চোটের ধাক্কায় টেস্ট সিরিজ তো ছেড়েই দিন, প্রথম সাতটি আইপিএল ম্যাচেও ছিলেন না। ম্যাচ প্র্যাক্টিসের অভাবে ব্যাটিংয়ের ছন্দ নষ্ট হওয়াটাই স্বাভাবিক কিন্তু দিল্লির মারকুটে ব্যাটসম্যান কিন্তু অন্য কথা বলছেন।
চেন্নাই সুপার কিংস ম্যাচের পর সানরাইজার্সের মারকুটে ব্যাটসম্যান আইপিএল ওয়েবসাইটে বলেন, “আরে মনে না হলেও সত্যিই আমি চোট সারিয়ে মাঠে নেমেছি (হাসতে হাসতে)। তবে এই ব্রেকটা পেয়ে ভাল হয়েছে। ফ্রেশ লাগছে, রানের খিদেও বেড়ে গিয়েছে। ম্যাচে নামার আগে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ৮-১০ দিন ছিলাম। সেখানে প্র্যাক্টিস করেছি, ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। মাঠে নামার পর কিন্তু ছন্দটা টেস্ট খেলতে নামার মতোই লেগেছে।” |
ছ’টা ম্যাচ পরে নেমে ম্যাচ প্র্যাক্টিস না থাকা সত্ত্বেও চেন্নাইয়ের মতো দলের বিরুদ্ধে নেমে দ্রুত রান তোলার কাজটা সোজা নয়। তার উপর সিএসকের ডোয়েন ব্রাভো, ক্রিস মরিস, জেসন হোল্ডারের মতো পেসাররা ফর্মে রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিনও স্পিনে চেপে ধরছেন। ধবনকে ফেরাতেও অশ্বিন কম চেষ্টা করেননি। ডেলিভারিতে বৈচিত্র এনে ফাঁদে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে লাভ হল কোথায়? উল্টে ধবন চোখের পলকে অশ্বিনের ডেলিভারি এক্সট্রা কভার বাউন্ডারিতে পাঠিয়ে দেন। কী ভাবে দেশের এক নম্বর স্পিনারের বল পড়ে ফেললেন এত দ্রুত? ধবন বলে দেন, ‘‘আমার খেলায় অনেক পরিবর্তন এনেছি। টেস্ট অভিষেকের দিনটা দারুণ লাকি ছিল। সাধারণত আমি এত আক্রমণাত্মক খেলি না। টি-টোয়েন্টিতেও ম্যাচের প্রয়োজন অনুযায়ী ব্যাট করার প্রস্তুতি নিয়ে নেমেছি। অশ্বিনের বলটা বুঝতে পেরেই মারতে ছাড়িনি।”
কিন্তু ধবনের ভাগ্য খারাপ, এমন একটা ইনিংস খেলেও সানরাইজার্সকে জেতাতে পারলেন না মহেন্দ্র সিংহ ধোনি নামের এক দুর্দান্ত ফিনিশারেরর জন্য। ধবনও নায়ক হতে পারতেন টেস্ট সিরিজের মতো আইপিএলে নিজের প্রথম ম্যাচে নেমেই। কিন্তু ৩৭ বলে ৬৭ রানের ইনিংসে ধোনি একাই হারিয়ে দেন সানরাইজার্সকে। ম্যাচ শেষে ধবনদের কোচ টম মুডি যে কারণে বলেন, “ধোনি স্পেশ্যাল। এটাই সহজ-সরল কথা। ক্রিকেটের যে কোনও ফরম্যাটে ওর পারফরম্যান্স দেখলেই সেটা স্পষ্ট। আসাধারণ ক্রিকেটার এবং লিডার। চেন্নাই আর ভারতীয় দল ভাগ্যবান ওকে দলে পেয়েছে।” |