টুকরো খবর
রাস্তায় নোংরা জল, অবরোধ শহরবাসীর
নালার জলে ভরে দিয়েছে রাস্তা। মেদিনীপুর শহরে তোলা —নিজস্ব চিত্র।
এমনিতেই নিয়মিত আবর্জনা পরিষ্কার হয় না বলে অভিযোগ। তার উপর শহরের বড় নিকাশি নালাগুলোয় আবর্জনা ফেলা হচ্ছে। ফলে, নোংরা জল উঠে আসছে রাস্তায়। সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ। এই পরিস্থিতির জেরে পথ অবরোধ হল মেদিনীপুর শহরে। শুক্রবার সকালে কেরানিতলা মোড় অবরোধ করেন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ। বেশ কিছুক্ষণ পর সেই অবরোধ ওঠে। কেন এই পরিস্থিতি? পুরসভা দায় চাপাচ্ছে বড় নিকাশি নালাগুলোর পাশে থাকা একাংশ দোকান ও হোটেলগুলোর উপর। পুরপ্রধান-পারিষদ (কনজারভেন্সি) সুনন্দা খান বলেন, “কিছু দোকান ও হোটেল থেকে নিকাশি নালার মধ্যে আবর্জনা ফেলা হচ্ছে। শহরের প্রধান নিকাশি নালার মধ্যেও থার্মোকলের সরঞ্জাম ফেলা হচ্ছে। ফলে, জল যাওয়ার পথ আটকে নোংরা রাস্তায় উঠে আসছে।” এই পরিস্থিতি চলতে থাকলে বর্ষার সময় শহরের একাংশ এলাকায় রাস্তার উপর দিয়ে জল বইবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, “নিকাশি নালার মধ্যে আবর্জনা ফেলা না হলে এই পরিস্থিতি তৈরি হত না।” যুব কংগ্রেসের অবরোধের পর শুক্রবার বিকেল থেকে কেরানিতলা ও তার আশপাশে আবর্জনা সাফাইয়ের কাজ শুরু হয়। পুর কর্তৃপক্ষের বক্তব্য, এলাকার সকল মানুষ সচেতন না হলে সমস্যার সমাধান অসম্ভব।

সারদার রিসর্ট থেকে উদ্ধার হল রাজহাঁস

উদ্ধার। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থা সারদা গ্রুপের তালা বন্ধ ‘কোপাই টু-স্টার ভিলেজ রিসর্ট’ থেকে ৮টি রাজহাঁস উদ্ধার করল পুলিশ-প্রশাসন। শুক্রবার দুপুরে শান্তিনিকেতনের এক পশুপাখিপ্রেমী সংগঠনের সহায়তায় তাদের উদ্ধার করে, লাগোয়া এক বেসরকারি নির্মীয়মাণ শিক্ষা প্রতিষ্ঠানের হেফাজতে দেওয়া হয়। জেলার প্রাক্তন ‘অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন’ তথা ওই সংস্থার কর্ণধার ঊর্মিলা গঙ্গোপাধ্যায় বলেন, “বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতির নির্দেশে ও পাড়ুই থানার পুলিশের উপস্থিতিতে আটটি রাজহাঁস উদ্ধার করা হয়েছে। ওই রাজহাঁসদের স্থানীয় এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে দেওয়া হয়েছে। বিষয়টি লিখিত ভাবে পুলিশকে জানিয়েছি। তাঁর দাবি, পুলিশ প্রশাসন উদ্যোগী না হলে কার্যত পরিত্যক্ত ওই প্রাণিরা অকালে মারা পড়ত। এ দিনও অবশ্য ওই রিসর্টে আলো ও এসি মেশিন চালু থাকতে দেখা গিয়েছে। বোলপুর-সিউড়ি রাস্তার উপরে পাড়ুই থানার কেন্দ্রডাঙাল এলাকায় সারদা গ্রুপের একটি রিসর্ট কয়েক দিন ধরে তালা বন্ধ। সারদা-কাণ্ডের পরেই ওই রিসর্টের ম্যানেজার-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তারপর থেকেই অনাথ হয়ে পড়ে রিসর্টের রাজহাঁসগুলি। বিষয়টি জানাজানি হওয়ার পরে নড়েচড়ে বসে প্রশাসন।

পুরনো খবর:

বুনো মোষ ফিরল জঙ্গলে
ফেরার অপেক্ষায়

কাজিরাঙা উদ্ধারকেন্দ্রে। ছবি: রাজীবাক্ষ রক্ষিত
দু’বছর মানুষের হাতে লালিত-পালিত হওয়ার পরে জঙ্গলে পা রাখল একটি বুনো মোষ। ওরাং রাজীব গাঁধী জাতীয় উদ্যান থেকে অনাথ, সদ্যোজাত শাবকটিকে উদ্ধার করা হয়েছিল। বছর দুয়েকের বেশি কাজিরাঙার পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে তাকে রাখা হয়। কাজিরাঙার অধিকর্তা এন কে ভাসু জানান, এতদিনে সে বন্য জীবনে যাওয়ার মতো বড় হয়ে উঠেছে। কিন্তু কাজিরাঙায় বাঘের সংখ্যা বেশি হওয়ায় বন্য জীবনে অনভ্যস্ত মোষটিকে সেখানে ছাড়া হয়নি। পরিবর্তে আজ লাউখোয়া-বুড়াচাপোড়ি অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয় তাকে। আশির দশকে, অসম আন্দোলনের সময় লাউখোয়ার অরণ্য কার্যত প্রাণহীন হয়ে যায়। হত্যা করা হয়েছিল সব গন্ডার। বর্তমানে ফের লাউখোয়াতে গন্ডার পুনর্বাসনের কথা চলছে। বাঘেরও দেখা মিলেছে। অনাথ মোষের হাত ধরে সাড়ে তিন দশক পরে আজ প্রথমবার লাউখোয়া-বুড়াচাপোড়িতে বন্যপ্রাণী পুনর্বাসনের ঘটনা ঘটল। ‘ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’র তরফে রথীন বর্মন জানান, ইতিমধ্যে মানুষের হাতে পালিত তিনটি বুনো মোষকে ডিব্রু-শইখোয়ায় পুনর্বাসিত করা হয়েছে। সেই সাফল্যের পরেই এই মোষটিকে লাউখোয়ায় পাঠাবার সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে জঙ্গলের মধ্যেই একটি ঘেরা স্থানে রাখা হবে। পরে ছেড়ে দেওয়া হবে গভীর অরণ্যে।

পুকুর ভরাট রুখলেন মেয়র

এখানেই চলছিল কাজ।—নিজস্ব চিত্র।
বেআইনি ভাবে পুকুর ভরাট করা রুখতে এগিয়ে এলেন মেয়র। বৃহস্পতিবার সকালে আসানসোল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় একটি ৩০ বছরের পুরনো পুকুর ভরাটের উদ্যোগ নিয়েছিলেন এলাকার কিছু প্রমোটার। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে বাধা দেন। খবর যায় পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তত্ক্ষণাত্ তিনি ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট বন্ধ করেন। পুলিশের কাছে অবশ্য কোনও অভিযোগ দায়ের হয়নি।

টোপে খাঁচায়

ছবি: রাজকুমার মোদক
কয়েক দিন দাপিয়ে বেড়ানোর পরে একটি চিতাবাঘ খাঁচা বন্দি করলেন বনকর্মীরা। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের ক্রান্তি লাগোয়া যোগেশচন্দ্র চা বাগান এলাকা থেকে এটিকে ধরা হয়। স্থানীয় শ্রমিকরা জানান, ছাগল, মুরগির লোভে চিতাবাঘটি বাগানে আস্তানা গেড়েছিল। ঘটনাটি বন দফতরে জানানো হলে গত মঙ্গলবার বাগানের ভকতপুর এলাকার ১৫ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখা হয়। শুক্রবার চিতাবাঘ আটকের খবর পেয়ে শ্রমিকরা ভিড় করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.