দুই গাড়ির সংঘর্ষে জখম হলেন ৫ জন। বৃহস্পতিবার গভীর রাতে, বাসন্তী হাইওয়েতে। পুলিশ জানায়, রাত ১টা নাগাদ একটি মারুতির সঙ্গে সামনে থেকে আসা একটি টাটা সুমোর ধাক্কা লাগে। মারুতির পাঁচ যাত্রীই গুরুতর আহত হন। তাঁরা হাসপাতালে ভর্তি। দু’টি গাড়িই আটক হয়েছে।
|
ব্যঙ্গচিত্র মামলায় নতুন তদন্ত চেয়ে কোর্টে আর্জি |
মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ব্যঙ্গচিত্র কাণ্ডে নতুন করে তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই মামলার অভিযোগকারী অমিত সর্দার। ২০১২ সালের এপ্রিলে মুখ্যমন্ত্রীকে ঘিরে একটি কার্টুন নিয়ে রাজ্যে তোলপাড় চলে। পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও অবসরপ্রাপ্ত সরকারি অফিসার সুব্রত সেনগুপ্তের বিরুদ্ধে চার্জশিট দিলেও অন্য তিন অভিযুক্তকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে আর্জি জানায়। অথচ এফআইআরে ওই পাঁচ অভিযুক্তেরই নাম আছে। অভিযোগকারীর তরফে শুক্রবার আলিপুরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে জানানো হয়, তিন অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে তাঁর সম্মতি নেই। সেই আবেদন (‘না-রাজি দরখাস্ত’) করেই তিনি নতুন ভাবে তদন্তের দাবি জানাতে চান। সেই জন্য সময় দেওয়া হোক। এ ভাবে অহেতুক সময় নেওয়ার ব্যাপারে আপত্তি তোলে অভিযুক্ত পক্ষ। আদালত অবশ্য সময় মঞ্জুর করে ১৮ মে ওই আবেদন পেশ করার নির্দেশ দিয়েছে। গার্ডেনরিচের হাঙ্গামায় ধৃত কংগ্রেস নেতা মহম্মদ মোক্তারকে ফের ১৪ দিনের জন্য জেল-হাজতে পাঠাল আলিপুর আদালত। শুক্রবার অভিযুক্তকে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এ দিনই জেলা ও দায়রা জজের আদালতে ওই হাঙ্গামা সংক্রান্ত দু’টি মামলায় তৃণমূল কাউন্সিলর মহম্মদ ইকবাল ওরফে মুন্নার তরফে জামিনের আবেদন জানানো হয়। দু’টিরই শুনানি অসমাপ্ত থাকে। শুনানি ৩০ এপ্রিল। |