আরও একটা যন্ত্রণাদায়ক ক্লোজ ম্যাচ। আরও একটা হার। এ মরসুমে আমরা নিজেদের জীবনটা ক্রমে কঠিন করে তুলছি। কিন্তু কেকেআরেও বেশ কয়েক জন অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমরা জানি, যদি টানা ম্যাচ হারতে পারি, তা হলে টানা চার-পাঁচটা ম্যাচ জেতাও আমাদের পক্ষে সম্ভব। সেই ক্ষমতা আছে।
সেই শতাব্দীপ্রাচীন তর্কটা মনে পড়ে যাচ্ছে দলে কোনও পরিবর্তনের প্রয়োজন আছে কি না, বা থাকলেও কী সেটা? এর বিরুদ্ধে আবার পাল্টা তর্কটা হল জয়ী দলে পরিবর্তনের কোনও প্রয়োজন হয় না। সমস্যা হল, দ্বিতীয় মতটা আমাদের জন্য খাটছে না। তাই মনে হচ্ছে, দলে কিছু বদলের সময় এসেছে। নতুন মুখ এলে ভাল ফলও পাওয়া যেতে পারে। তবে পাশাপাশি এটাও বলব, যারা শেষ কয়েকটা ম্যাচে হারের স্বাদ পেয়েছে, তারা রেকর্ডটা ঠিক করার জন্য বদ্ধপরিকর।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটা আবার দেখিয়ে দিল হার এবং জয়ের মধ্যে পার্থক্যটা কতটা সূক্ষ্ন। দু’দলের সমর্থকরাই বলবে, ম্যাচটার ফয়সালা হয়েছে শেষ ওভারে। যখন হরভজন সিংহ ওই ছয়টা মারল। কিন্তু ওই ধরনের শট টি-টোয়েন্টি খেলাটায় কোনও অভাবনীয় ঘটনা নয়। ম্যাচের ভাগ্যটা শেষ ওভারের আগেই ঠিক হয়ে গিয়েছিল।
ইউসুফ পাঠানকে দিয়ে ইনিংস ওপেন করানোর সিদ্ধান্তটা দুর্দান্ত। ও প্রথম ওভারে ১৯ রান নিয়ে আমাদের ইনিংসটা একেবারে ফিফ্থ গিয়ারে নিয়ে গিয়েছিল। ইডেনে সাধারণত ১৬০ রানটা জয়ের জন্য যথেষ্ট। কিন্তু আমরা আরও কিছু রান তুলতে পারতাম। মুম্বইয়ের আয়ত্তের বাইরে ম্যাচটা নিয়ে যেতে না পারার কারণ একটাই। লাসিথ মালিঙ্গার করা দুর্দান্ত শেষ ওভার। মুম্বইকে ম্যাচ জেতানোর পিছনে মালিঙ্গার কিন্তু বিরাট ভূমিকা।
টুনার্মেন্ট এখনও সে জায়গায় পৌঁছয়নি যে ক্যালকুলেটর নিয়ে অঙ্কের হিসাব করতে বসতে হবে। তবে হ্যাঁ, পরিসংখ্যানবিদরা যে হিসাব কষা শুরু করে দিয়েছেন, সেটা ভালই বুঝতে পারছি। তবে ওঁদের কথা শুনতে আমার কোনও আগ্রহ নেই। আমি শুধু একটা ব্যাপারেই আগ্রহী। আজ, শুক্রবারের পঞ্জাব ম্যাচটা জিততে হবে। এবং তার পরে আরও অনেক ম্যাচ।
সমস্যা হল, খারাপ অবস্থায় পড়লে সব কিছু নিয়েই প্রশ্ন ওঠা শুরু হয়ে যায়। এমনকী যে সব জিনিস ঠিকঠাক চলছে, সেগুলো নিয়েও। কোচ-নির্বাচকেরা হয়তো আমাদের প্রথম এগারোয় বদল আনতে পারেন, কিন্তু আমি বলব আমাদের প্রস্তুতি যতটা ভাল হওয়া সম্ভব ততটাই হয়েছিল। ভিডিও অ্যানালিসিস থেকে ট্যাকটিক্স, কন্ডিশনিং থেকে টিম নির্বাচন সব কিছুই নিখুঁত ভাবে হয়েছে।
যাই হোক, নেতিবাচক ভাবনার কোনও জায়গা নেই। আমাদের ম্যাচ জিততেই হবে। সময় কিন্তু খুব দ্রুত শেষ হয়ে আসছে। |