মিলল তিন নিখোঁজের দেহ
নিজস্ব সংবাদদাতা |
গার্ডেনরিচে নৌকা উল্টে নদীতে তলিয়ে যাওয়া তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বজবজের কাছ থেকে পিঙ্কি ও তাঁর তিন বছরের মেয়ে ফারহিনের মৃতদেহ উদ্ধার করা হয়। বিকেল ৩টে নাগাদ তলিয়ে যাওয়া বছর ষাটের শঙ্কর মণ্ডলের দেহও উদ্ধার করা হয়েছে। বুধবার হাওড়ার পোদরা ঘাট থেকে রাজাবাগান ঘাটে আসার সময়ে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স কোম্পানির নোঙর দেওয়া জাহাজের দড়িতে পাকিয়ে গিয়ে ডুবে যায় নৌকাটি। নৌকায় ৩২ জন যাত্রী ছিলেন। ওই দিনই ২৯ জনকে উদ্ধার করা হয়। নৌকার দুই মাঝি উত্তম লেবু ও ভোলা ধুলকে গ্রেফতার করেছে পুলিশ।
|
হাইটেনশন বিদ্যুতের লাইন বসানোর কাজ চলাকালীন পাঁচিল চাপা পড়ে গুরুতর জখম হলেন সিইএসসি-র ১১ জন ঠিকা-শ্রমিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেলুড়ে। আহতদের হাওড়া জেলা হাসপাতাল এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সন্ধ্যা ৭টা নাগাদ বেলুড় ফাঁড়ির কাছে করুণা পুকুর রোডে রাস্তা খুঁড়ে কাজ করছিলেন কিছু শ্রমিক। তখন রাস্তার পাশে থাকা অম্বিকা জুটমিলের একটি খালি জমির সীমানায় পাঁচিলটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ইটের স্তূপে আটকে পড়েন ওই শ্রমিকেরা। পুলিশ ও দমকল এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
|
বিচার বিভাগের অতিসক্রিয়তা নিয়ে বারে বারেই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বহু বিচারপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন বহু উদ্ধৃতিই তুলে ধরলেন লোকসভার প্রাক্তন স্পিকার তথা এক সময়ের দুঁদে আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়। হাইকোর্টের সার্ধশতবষর্র্ উদ্যাপনের অঙ্গ হিসেবে ‘সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড জুডিশিয়াল অ্যাক্টিভিজম’ শীর্ষক বক্তৃতায় সোমনাথবাবু রাষ্ট্র-ক্ষমতার তিনটি স্তম্ভ আইনসভা, প্রশাসন ও বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন। জনপ্রতিনিধি ও আমলাদের ভূমিকা নিয়ে মানুষের মনে জমতে থাকা ক্ষোভের জেরে বিচারকদের কোনও কোনও রায় বা নির্দেশে তাঁরা উল্লসিত হন বলে মন্তব্য করেন তিনি। কিন্তু সরকারি নীতি কী হবে, তা নির্ণয় করা বিচার ব্যবস্থার কাজ নয় বলেও স্মরণ করিয়ে দিয়েছেন সোমনাথবাবু। তাঁর কথায়, “শাসন ব্যবস্থার তিনটি স্তম্ভেরই নিজেদের ভূমিকা কী হওয়া উচিত, সেটা বুঝে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরিমিতির সঙ্গে এগোনো উচিত।”
|
গড়িয়ার কামডহরিতে পুলিশ সেজে প্রচুর সোনা নিয়ে পালাল এক দল দুষ্কৃতী। পুলিশ জানায়, দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার অফিসার বলে পরিচয় দিয়ে চারটি লোক বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার একটি বাড়িতে ঢোকে। একটি নথি দেখিয়ে বাড়ি তল্লাশির নামে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ব্যাগে পুরে পালিয়ে যায়। রাতে ওই পরিবার বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করে। |