এক বধূকে ধারালো অস্ত্রের দিয়ে আঘাতের দায়ে এক যুবকের তিন বছর কারাদণ্ডের নির্দেশ দিল কালনা আদালত। বৃহস্পতিবার ওই আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক অখিলেশ পাণ্ডে এই নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত যুবকের নাম আনন্দ দে। বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের হাটসিমলা কলোনিপাড়ায়। এই মামলার সরকারি আইনজীবী কৌশিক গণ জানান, ২০০৮ সালের ২০ মার্চ ওই ব্লকের নসরতপুর দক্ষিণপাড়ার কাপড়ের ব্যবসায়ী দীপক দাস পূর্বস্থলী থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। দীপকবাবু সে দিন পুলিশকে জানান, দিন তিনেক আগে তাঁর স্ত্রী সীতা দাস বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তিনি ছিলেন দোকানে। সেই সময়ে আনন্দ ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর উপরে চড়াও হয়। সীতাদেবী জখম হন ও জ্ঞান হারান।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দু’টি ট্রাকের মাঝে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই যুবকের। বুধবার সন্ধ্যায় বর্ধমান-আরামবাগ রোডে সগড়াই মোড়ের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম মৃত্যুঞ্জয় হাজরা (২৬) ও ইন্দ্রজিৎ ঘোষ (২৬)। পেশায় পঞ্চায়েতের কর আদায়কারী মৃত্যুঞ্জয়ের বাড়ি রায়না থানার গোপালপুরে। ফাটিকা গ্রানের বাসিন্দা ইন্দজিৎ হোটেল ব্যবসা করতেন। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, মৃত্যুঞ্জয় ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ইন্দ্রিজৎকে মৃত ঘোষণা করা হয়। ট্রাকগুলি আটক করে চালক দু’জনকে গ্রেফতার করা হয়েছে। |