সশস্ত্র পাহারা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
রাজস্ব বাড়ানোর পাশাপাশি কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনটি চেকপোস্টে সশস্ত্র পুলিশ পাহারার ব্যবস্থা করছে নিয়ন্ত্রিত বাজার সমিতি। কোচবিহার সদর মহকুমার তল্লিগুড়ি পাতলাখাওয়া ও খোল্টা চেকপোস্টে দু’জন করে সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ১ মে থেকে ওই ব্যবস্থা চালু হয়ে যাবে। কোচবিহার সদর নিয়ন্ত্রিত বাজার সমিতির চেয়ারম্যান তথা মহকুমা শাসক বিকাশ সাহা জানান, রাজস্ব আদায়ের দিক থেকে ওই তিনটি চেকপোস্ট লাভজনক। পুলিশ পাহারা রাখা হলে রাতেও পণ্যবাহী কোনও যানবাহন রাজস্ব ফাঁকি দিয়ে পারপার করতে পারবে না। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। নিয়ন্ত্রিত বাজার সমিতি সূত্রে জানা গিয়েছে, তল্লিগুড়ি, পাতলাখাওয়া, খোল্টা ছাড়া আক্রারহাট, দেওয়ানহাট ও পুন্ডিবাড়ি এলাকায় সমিতির নিয়ন্ত্রণে আরও তিনটি চেকপোস্ট রয়েছে। সবমিলিয়ে হাট রয়েছে ১৮টি। ওই সব হাট আর চেকপোস্ট থেকে প্রতিমাসে রাজস্ব আদায় হয় সাড়ে ১০ লাখ টাকা। অথচ ৭৮ জন কর্মীর বেতন দিতে খরচ হয়ে যাচ্ছে ১৫ লাখ টাকা। ফলে কর্মীদের বড় অঙ্কের টাকা বকেয়া পড়েছে। সমস্যা মেটাতে আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। ওই ব্যাপারে সবকিছু খতিয়ে দেখতে গিয়েই সংশ্লিষ্ট চেকপোস্টে রাতের দিকে প্রচুর গাড়ি রাজস্ব ফাঁকি দিয়ে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ মেলে। কর্মীদের একাংশও পুলিশ পাহারার ব্যবস্থা করা গেলে সমস্যা এড়ানো যাবে বলে সওয়াল করেন।
|
মলাটে তথ্য
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
গোসানিমারি রাজপাটের তথ্য ও প্রাচীন নিদর্শনের তথ্য মলাটবন্দিতে উদ্যোগী আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্রায় তিনশো পৃষ্ঠার ওই বই লেখার কাজ অনেকটা এগিয়েছে। এক দশকেরও বেশি সময় আগে ওই লেখার দায়িত্ব দেওয়া হয়েছে। বছরের শেষে বইটি প্রকাশিত হতে পারে।
|
আট লক্ষ লুঠ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জানালার গ্রিল খুলে ঢুকে ভল্ট ভেঙে কয়েক লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের এনএন রোডে। দোকান মালিক জানান, যন্ত্রাংশ এবং টায়ার সরবরাহকারী সংস্থার পাওনা ৭ লক্ষ ৭৬ হাজার টাকা রাখা ছিল। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” |