টুকরো খবর
বচসা, পদত্যাগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের
বৈঠক চলাকালীন পরিচালন সমিতির একাংশের সঙ্গে তীব্র বাদানুবাদের জেরে পদত্যাগ করলেন নাড়াজোল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত পাহাড়ি। গণ্ডগোলটা চলছিল অবশ্য অনেক দিন ধরেই। কলেজ সূত্রে খবর, বৃহস্পতিবার পরিচালন সমিতির বৈঠক ছিল। সেই বৈঠকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কলেজের পরিচালন সমিতির সভাপতি মমতা ভুঁইয়ার বচসা হয়। শেষমেশ বৈঠকেই পরিচালন সমিতির কাছে পদত্যাগপত্র জমা দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সঙ্গে-সঙ্গে ওই পদে আশিস মুখোপাধ্যায় নামে এক জনকে মনোনীতও করে ফেলে পরিচালন সমিতি। দেবব্রতবাবুর বক্তব্য, “সভাপতির ছেলে গুন্ডা। আমাকে হুমকি দিত, নানা ভাবে হেনস্থা করত, অন্যায় কাজ করার জন্য চাপ দিত। এই নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিলাম। সেই নিয়ে গণ্ডগোল বাধে। ওরা আমার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে। এত ঝামেলা আর ভাল লাগে না। অধ্যক্ষ পদ ছেড়ে দিয়েছি।” পরিচালন সমিতির সভাপতি মমতাদেবী অবশ্য দাবি করেন, “কলেজে নিয়োগ নিয়ে একটা সমস্যা চলছিল। অধ্যক্ষ চেয়েছিলেন বিজ্ঞাপন না দিয়েই নিয়োগ করতে। এই সংক্রান্ত ঝামেলার জেরেই পদত্যাগ করেছেন উনি। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৃহস্পতিবার থেকে দায়িত্ব নেবেন।” দেবব্রতবাবু সেই অভিযোগ উড়িয়ে বলেন, “নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ওরাই বরং নিজেদের লোক ঢোকাতে চাইছিল।” বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

চাল বিলিতে বৈষম্য দূর করার দাবি
জঙ্গলমহলে গণবণ্টন ব্যবস্থায় যথাযথ বরাদ্দের দাবি জানাল কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেসের ওবিসি বিভাগের পক্ষ থেকে ঝাড়গ্রাম মহকুমা খাদ্য নিয়ামককে তিন দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদানের নেতৃত্বে ছিলেন কংগ্রেসের ওবিসি বিভাগের জেলা চেয়ারম্যান অজিত মাইতি, দলের জেলা সহ-সভাপতি নিখিল মাইতি ও জেলা সাধারণ সম্পাদক অনিল শিকারিয়া প্রমুখ। অজিতবাবুদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে বিপিএল ও অন্ত্যোদয় প্রকল্পের পুরনো গ্রাহকেরা সপ্তাহে মাথা পিছু এক কিলো চাল পাচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সব বিশেষ বিপিএল রেশন কার্ড দেওয়া হয়েছে, ওই সব কার্ডের গ্রাহকদের সপ্তাহে মাথা পিছু দু’কিলো চাল দেওয়া হচ্ছে। বরাদ্দের এই বৈষম্যের ফলে আদিবাসী ও আদিম জনগোষ্ঠীর লোধা-শবর সম্প্রদায়ের মানুষেরা বঞ্চিত হচ্ছেন। ওই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন অজিতবাবুরা। সেই সঙ্গে নিম্ন আয়ের সব পরিবারের হাতে বিশেষ বিপিএল কার্ড পৌঁছে দেওয়ার দাবি করেছেন তাঁরা। সুপ্রিম কোর্টের দাবি মেনে সপ্তাহে পাঁচ দিন রেশন দোকান খোলা রাখার পাশাপাশি, রেশন দোকানের দেওয়ালে সাপ্তাহিক বরাদ্দ তালিকা টাঙানো ও গ্রাহকদের ক্যাশমেমো দেওয়া বাধ্যতামূলক করার দাবিও জানিয়েছেন অজিতবাবুরা।

মেয়ে হওয়ায় নির্যাতন, ধৃত
কন্যা সন্তান হওয়ায় এক বধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ওই বধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। ধৃত সৌমেন প্রামাণিকের বাড়ি চণ্ডীপুর থানার খাগদা গ্রামে। তিনি কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁকে বুধবার তমলুক আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। চণ্ডীপুরের খাগদা গ্রামের বাসিন্দা সৌমেনবাবুর সঙ্গে চণ্ডীপুরেরই নাটেশ্বরীচক গ্রামের মেয়ে মিতার বিয়ে হয়েছিল ২০১০ সালের অক্টোবর মাসে। মাস ছয়েক আগে তাঁদের একটি কন্যা সন্তান হয়। গত ৯ এপ্রিল মিতাদেবী চণ্ডীপুর থানায় অভিযোগ করেন, কন্যা সন্তান হওয়ার কারণে স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন। পণ হিসেবে আরও ৪০ হাজার টাকা, সোনার দুল,বাউটি চেয়েছিল শ্বশুরবাড়ি থেকে। এ সব দিতে না পারায় তাঁর উপর অত্যাচার বাড়ে। বাধ্য হয়ে তিনি বাপের বাড়ি চলে আসেন। মঙ্গলবার রাতে সৌমেনবাবু কলকাতা থেকে চণ্ডীপুরের বাড়িতে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ এসে সৌমেনবাবুকে গ্রেফতার করে।

জেলাশাসককে চিঠি সভাপতির
সারদা কাণ্ডের জেরে সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে। প্রতারিত মানুষেরা মানসিক যন্ত্রণায় ভুগছেন। এই দাবি করে দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকার দাবি তুললেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে। এই দাবি জানিয়ে বুধবার তিনি জেলাশাসক সুরেন্দ্র গুপ্তকে এক চিঠিও দিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতির কথায়, “ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলোর জন্য বহু মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন। এজেন্টরা ঘর থেকে বেরোতে পারছেন না। সংস্থাগুলো বহু অর্থ তছরুপ করেছে। যাঁরা আমানতকারী, তাঁরাও জানেন না এরপর কী হবে। নিজেদের জমানো অর্থ কী ভাবে ফেরত পাবেন। এই পরিস্থিতি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত।” তিনি বলেন, “বৈঠকে সোশ্যাল ওয়ার্কাররাও থাকতে পারেন। বুধবারই জেলাশাসককে চিঠি দিয়েছি। আশা করি, উনি সব দিক খতিয়ে দেখে পদক্ষেপ করবেন।”

প্রতারণা, ধৃত
চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় ও বিয়ের কথা বলে সহবাসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। ধৃতের নাম আতাউর রহমান ওরফে পিন্টু। তাঁর বাড়ি তমলুক থানার গোড়াইখালি গ্রামে। সোমবার রাতে তমলুক থানার পুলিশ তাঁকে হাওড়ার দাশনগর এলাকা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তমলুক আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

কারখানায় ভোট
স্থায়ী কর্মচারী সংগঠনের পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচন হল টাটা কেমিক্যালস্-এ। বুধবার ২১৪ জন ভোট দেন। ২টি প্যানেলে ভোট হচ্ছে। প্রতীকে না হলেও প্যানেল দু’টি ডান ও বাম শিবিরের বলেই পরিচিত। গত বছরে ১৮টি আসনে জিতেছিল বাম সমর্থিত প্যানেল। ৩টি আসন দখল করে ডান সমর্থিত প্যানেল। এ বার ডানপন্থী সমর্থিত আস্তিক চট্টোপাধ্যায়ের প্যানেলে ২১ জন ও বামপন্থী সমর্থিত শঙ্কর মাইতির প্যানেলে ২১ জন রয়েছেন। ১৯টি আসনে জেতে বামপন্থী প্যানেল।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধ পথচারীর। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার ব্রজলালচকে। মৃত অজেত মল্লিক (৭০) স্থানীয় দক্ষিণচক গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে ব্রজলালচক বাজার থেকে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে হেঁটেই বাড়িতে ফিরছিলেন ওই বৃদ্ধ। হঠাৎই রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।

সমবায়ে বিক্ষোভ
ছবি: পার্থপ্রতিম দাস।
কৃষি-ঋণ মকুবের দাবিতে বুধবার দুপুরে তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কে বিক্ষোভ দেখালেন কয়েক’শো কৃষক। পূর্ব মেদিনীপুর জেলা কৃষক সংগ্রাম সমিতির তরফে এ দিন ব্যাঙ্কের সামনে জড়ো হন তাঁরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.