|
|
|
|
বাধায় বন্ধ হোমের সীমানা পাঁচিল তৈরি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্থানীয় মানুষের বাধায় ভবঘুরেদের হোমে সীমানা প্রাচীর তৈরির কাজ বন্ধ গেল। মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায় রয়েছে এই ভবঘুরে আবাস। গোটা চত্বর পাঁচিল দিয়ে ঘিরতে উদ্যোগী হয়েছেন কর্তৃপক্ষ। এক দিকের পাঁচিল তৈরির কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছিল। আগেও এই উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ, স্থানীয়দের বাধায় তখন কাজ শুরু করা যায়নি। পুরো বিষয়টি পুলিশ- প্রশাসনকে জানান কর্তৃপক্ষ।
এ দিনও পুলিশ পাহারাতেই প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছিল। ঘটনাস্থলে ছিলেন এক জন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বুধবার অবশ্য পুলিশি প্রহরা ছিল না। অভিযোগ, সেই সুযোগেই স্থানীয় কয়েকজন এসে কাজ বন্ধ রাখার দাবি জানান। |
|
ভবঘুরে আবাস চত্বরে কাজ বন্ধ। |
ভবঘুরে আবাসের কর্মী তরুণ রায় বলেন, “এ ভাবে সরকারি কাজে বাধা দেওয়া উচিত নয়। যে ভাবে স্থানীয় কয়েকজন এসে হুমকি দিচ্ছেন, তাতে আমরাও শঙ্কিত।” অন্য দিকে, এই আবাসের সুপার নয়নকুমার চক্রবর্তীর বক্তব্য, “কয়েকজন এসে কাজ বন্ধ রাখার হুমকি দেন। ফলে, প্রাচীর তৈরির কাজ এগোনো যায়নি। বিষয়টি পুলিশ- প্রশাসনকে জানিয়েছি।” তাঁর কথায়, “স্থানীয় কয়েকজন আমাদের কাছে এসে কাজ বন্ধ রাখার কথা বলছেন। আমরা তো এ ভাবে কাজ বন্ধ রাখতে পারি না। বুধবারও কয়েকজন এসে হুমকি দিলেন। এই পরিস্থিতি কাজ এগোনো সম্ভব নয়। তাই বন্ধ রাখা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। বেআইনি ভাবে সরকারি কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপই করা হবে। |
|
|
|
|
|