টুকরো খবর |
খড়্গপুর কলেজে ছাত্রী নিবাস চালু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
হস্টেল উদ্বোধনে মন্ত্রী সৌমেন মহাপাত্র |
খড়্গপুর কলেজের নব নির্মিত ছাত্রী নিবাসের উদ্বোধন হল বুধবার। উদ্বোধন করেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এই ছাত্রী নিবাসটি তৈরি হয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকায়। কলেজের সার্বিক উন্নয়নে যাতে কর্তৃপক্ষ আরও ১০ লক্ষ টাকা পান, সেই পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এ দিনই অনুষ্ঠানে সাঁকরাইল অনিল বিশ্বাস কলেজের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। সেই কলেজকেও সাহায্যের আশ্বাস দেন মন্ত্রী। তাঁর কথায়, “এই সরকার শিক্ষার স্বার্থে কাজ করতে চায়।”
|
মহিলা মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নারী নির্যাতন বাড়ছে। এই অভিযোগ তুলে বুধবার মেদিনীপুরে মিছিল করল বামফ্রন্টের মহিলা সংগঠনগুলো। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী নন্দরানি ডল, আভা চক্রবর্তী প্রমুখ। দুপুরে বিদ্যাসাগর হলের মাঠ থেকে মিছিল শুরু হয়। অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে সে ভাবে পদক্ষেপই করা হচ্ছে না। ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপও করারও দাবি জানানো হয় এ দিনের মিছিল থেকে। সারদা কাণ্ডে সিবিআই তদন্তেরও দাবি ওঠে।
|
বিজ্ঞান কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে কর্মশালা হল মেদিনীপুর কলেজিয়েট স্কুলে (বালক)। ৫৫ জন শিক্ষক-শিক্ষিকা ‘শক্তি’ শীর্ষক কর্মশালায়। ছিলেন সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান, অবসরপ্রাপ্ত অধ্যাপক সুভাষচন্দ্র সামন্ত। শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা কো- অর্ডিনেটর মধুসূদন গাঁতাইত বলেন, “যাঁরা কর্মশালায় যোগ দিয়েছিলেন, তাঁরাই ছাত্রছাত্রীদের প্রকল্প রূপায়ণে সহায়তা করবেন।” |
|