|
|
|
|
শিল্পশহরে দিনে-দুপুরে গুলি করে ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহর হলদিয়ায় দিনের বেলায় প্রকাশ্যে ফের গুলি চালিয়ে, টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার বিকেলে ঘটনাটি ঘ টেছে হলদিয়ার দুর্গাচক থানার পেট্রোকেমিক্যাল লিঙ্করোডে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন ওই পরিবহণ সংস্থার ম্যানেজার বছর পঁয়ত্রিশের রাজেশ মিশ্র।
স্থানীয় সূত্রে খবর, প্রতি দিনই ট্রাক চালকদের গাড়ির তেল, খাওয়া-দাওয়া-সহ অন্যান্য খরচ দেওয়া হয়। সে জন্যেই দুর্গাচকের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বন্দর শাখা থেকে কয়েক লক্ষ টাকা তুলে সংস্থার গাড়িতে যাচ্ছিলেন পরিবহণ সংস্থার কর্মীরা। গাড়ির সামনে চালক ছাড়াও ছিলেন নিরাপত্তাকর্মী প্রদীপ জানা, পিছনে বসে ছিলেন কোষাধ্যক্ষ চিরঞ্জীব ঝাঁ ও ম্যানেজার রাজেশ মিশ্র। তাঁরা পরিবহণ সংস্থার অফিসের সামনে এলে পাঁচ দুষ্কৃতী নিরাপত্তাকর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে, রাজেশকে গুলি করে, টাকা নিয়ে চম্পট দেয়। গুরুতর জখম রাজেশবাবুকে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ও পরে কলকাতায় স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে খবর, কাছ থেকে গুলি চলায় তা কোমর ভেদ করে বেরিয়ে গিয়েছে।
প্রসঙ্গত, দোলের দিনে দুর্গাচকের ঝিকুরখালিতে খুন হন এক ব্যাক্তি। গত বছরের ৮ অগস্ট শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র দুর্গাচকের এক পানশালায় গুলিবিদ্ধ হন রাজু লাটুয়া নামে এক যুবক। সেই বছরেরই গোড়ার দিকে হলদিয়ার শিল্পপ্রবেশ স্টেশনের কাছে একই কায়দায় ঠিকাদারি সংস্থার এক কর্মীকে গুলি করে, টাকা ছিনতাই করে পালায় আততায়ীরা। এ ছাড়াও ভবানীপুর থানা এলাকার পেট্রোল পাম্পে লক্ষাধিক টাকা ডাকাতি, ১০ জুলাই চিরঞ্জীবপুরে নির্মাণ সংস্থার মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাড়ে ৯ লাখ টাকা লুঠ-সহ একাধিক দুষ্কর্ম চলছেই। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মঞ্জুশ্রী মোড়ের ব্যবসায়ী এমদাদুল ইসলামের কথায়, “প্রকাশ্যে দিনের আলোতে গুলি, খুনের ঘটনায় নিরাপত্তার অভাব অনুভব করছি। পুলিশের আরও কঠোর হওয়া উচিত।” যদিও পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সুকেশ জৈন জানান, “আগের তুলনায় হলদিয়া এখন নিরাপদ। গুলি চলার ঘটনায় আমরা মামলা রুজু করেছি। তদন্তও চলছে।” |
|
|
|
|
|