টুকরো খবর |
উপর মহলের চাপে ধরা যায়নি নূপুরকে, দাবি |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আরুষি-হেমরাজ হত্যায় আরুষির মা নূপুর তলোয়ারের বিরুদ্ধে প্রচুর প্রমাণ ছিল। কিন্তু উপর মহলের চাপেই তাঁকে গ্রেফতার করা যায়নি বলে বুধবার আদালতে দাবি করলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার এজিএল কল। এই মামলায় সিবিআইয়ের দ্বিতীয় তদন্তকারী দলের দায়িত্বে ছিলেন তিনি। গাজিয়াবাদের বিশেষ আদালতে কল অভিযোগ করেন, নূপুরের বিরুদ্ধে তাঁর তৈরি রিপোর্টের সঙ্গে একমত হননি ডিআইজি নীলাভ কিশোর ও যুগ্ম ডিরেক্টর জাভেদ আহমেদ। নূপুরের বিরুদ্ধে চার্জ গঠনের উপযুক্ত প্রমাণ মেলেনি বলে দাবি করেন তাঁরা। তাই উপর মহলের নির্দেশেই এই মামলার ক্লোজার রিপোর্ট জমা দেন কল। ২০০৮-এর ১৫ মে নয়ডার জলবায়ু বিহারের ফ্ল্যাটে খুন হয় আরুষি। পর দিন ছাদ থেকে মেলে পরিচারক হেমরাজের গলাকাটা মৃত দেহ। কলের কথায়, ১৫ মে রাত ১২টা নাগাদ আওয়াজে ঘুম ভেঙে যায় আরুষির বাবা রাজেশের। মেয়ের ঘরে হেমরাজ ও আরুষিকে ‘আপত্তিজনক অবস্থায়’ দেখে গল্ফ স্টিক দিয়ে হেমরাজের মাথায় আঘাত করেন তিনি। পরের বার হেমরাজের মাথা সরে যাওয়ায় তা লাগে আরুষির কপালে। মেয়েকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না ডাক্তার দম্পতি রাজেশ-নূপুরের। হেমরাজের গলা কেটে ছাদে লুকিয়ে রাখেন তাঁরা। একই ভাবে মেয়ের গলাও কাটেন।
পুরনো খবর: মা-বাবাই খুনি, ফের দাবি করল সিবিআই
|
সমাজসেবায় রাষ্ট্রপতি সম্মান |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
রামেশ্বর মিশ্র।
—নিজস্ব চিত্র। |
সমাজসেবার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের রামেশ্বর মিশ্র। তমলুকের আবাসবাড়ির বাসিন্দা ৮৮ বছরের রামেশ্বরবাবুকে আগামী ৩ মে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পুরস্কার দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা শাখার সম্পাদক রামেশ্বরবাবুর জন্ম চণ্ডীপুরের কুলাপাড়ায়। কলা বিভাগে স্নাতক রামেশ্বরবাবু পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ও বিডিও’র মতো পদে ছিলেন। ১৯৮৩ সাল থেকে এক স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত তিনি। রামেশ্বরবাবু এখনও জেলার ৩৫২টি ছোট শাখা ইউনিট পরিচালনা করেন। বন্যা ও দুর্যোগ কবলিত এলাকায়, এমনকী নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় ত্রাণ বিলিতে বিশেষ ভূমিকা নেন তিনি। রামেশ্বরবাবু বলেন, “এই স্বীকৃতি কাজে উৎসাহ যোগাবে।”
|
জলে ডুবে মৃত্যু সাতটি বাচ্চার |
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি |
দু’টি পৃথক ঘটনায় অসমে সাতটি বাচ্চার জলে ডুবে মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে নগাঁও জেলায়। পুলিশ জানায়, গত কাল বিকেলে শামুক-গুগলি সংগ্রহ করার জন্য বেলতলা গ্রামের এক দল বাচ্চা ডোবায় নেমেছিল। গভীর চোর কাদায় পড়ে তারা উঠতে পারেনি। রাতভর বাড়ি না ফেরায় তাদের সন্ধানে গ্রামে তল্লাশি শুরু হয়। পরে ডোবা থেকে তোলা হয় পাঁচজনের দেহ। মৃতদের নাম জীবন সাংমা, বিজন সাংমা, জিগেন মারাক, পেনকা সাংমা ও সাহিন মারাক। অন্য দিকে, তেজপুরের জিয়াভরালি নদীতে স্নান করতে গিয়ে আজ তিন স্কুলছাত্রী তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা গেলেও বাকি দু’জনকে বাঁচানো যায়নি। পুত্র-কন্যাকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড। নিজের দুই সন্তানকে হত্যা করার দায়ে প্রভাত গগৈ নামে এক ব্যক্তিকে প্রাণদণ্ড দিল ধেমাজি জেলা আদালত। ২০০৯ সালের ১৪ জুলাই উজ্জ্বলপুর গ্রামের বাসিন্দা প্রভাত দা’ নিয়ে তাঁর স্ত্রী ও তিন সন্তানের উপরে চড়াও হন। দা’য়ের কোপে তাঁর এক পুত্র ও এক কন্যা ঘটনাস্থলেই মারা যায়। হত্যার চেষ্টার অভিযোগে ৩২৬ ধারায় গগৈয়ের সাত বছর জেল ও জরিমানাও ঘোষণা হয়েছে।
|
ব্যবসায়ীর সর্বস্ব পুড়ল |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
তন্ত্র সাধনা বা ‘মেনসোনো’ অনুশীলন করার অভিযোগ তুলে মেঘালয়ের মওসিনরামে এক ব্যবসায়ীর বাড়ি, গাড়ি, নগদ অর্থ পুড়িয়ে দিলেন গ্রামবাসীরা। পুলিশ জানায়, মাওরিংকাম গ্রামের বাসিন্দা ট্রেমেলিন নোংসিয়েজ বিত্তবান কয়লা ব্যবসায়ী। সোমবার রাতে হঠাৎই প্রায় হাজার দুয়েক গ্রামবাসী তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁরা অভিযোগ তোলেন ট্রেমেলিন কালো যাদু, ডাইনি বিদ্যার চর্চা করেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় তাঁদের সাতটি ট্রাক, তিনটি ছোট মালবাহী গাড়ি, একটি এসইউভি, একটি পাওয়ার টিলার, ২০০ বস্তা চাল, ২০০ বস্তা সিমেন্ট ও ১৮ লক্ষ নগদ টাকা। কয়লা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য টাকাগুলি এনেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ আসে। উত্তেজিত গ্রামবাসীদের হঠাতে লাঠিও চালাতে হয়। ঘটনাস্থল থেকে ১৮ জনকে গ্রেফতার করা হয়। এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে। আজ এলাকার সব দোকানপাটও বন্ধ ছিল। এর আগে, ‘মেনসোনো’ চর্চার অভিযোগে ২০১১ সালে চেরাপুঞ্জিতে তিন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল।
|
আজ আংশিক চন্দ্রগ্রহণ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মধ্যরাতে চাঁদের গায়ে ছায়া ফেলতে চলেছে পৃথিবী। তবে সেই ছায়ায় চাঁদের সামান্য একটা অংশ ঢাকা পড়বে বলে বিজ্ঞানীরা জানান। কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানায়, দেশের সব জায়গা থেকেই আজ, বৃহস্পতিবার মাঝরাতে আংশিক চন্দ্রগ্রহণ দেখার সুযোগ মিলবে। সংস্থার অধিকর্তা সঞ্জীব সেন বলেন, এই আংশিক গ্রহণে চাঁদের প্রায় দু’শতাংশ ঢাকা পড়বে পৃথিবীর ছায়ায়। গ্রহণ শুরু হবে রাত ১টা ২২ মিনিটে। প্রায় আধ ঘণ্টা পরে রাত ১টা ৫৩ মিনিটে গ্রহণ শেষ হবে। আগামী বছরের ৮ অক্টোবর ফের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আংশিক ও শেষ ভাগ দেখা যাবে।
|
মেয়েদেরই দুষলেন কংগ্রেস নেতা |
সংবাদসংস্থা • ভিন্দ (মধ্যপ্রদেশ) |
নিজেদের দোষেই যৌন হেনস্থার শিকার হন মেয়েরা, এমন মন্তব্য করে বিতর্ক বাড়ালেন মধ্যপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যদেব কাতারে। মঙ্গলবার একটি সভায় তিনি বলেন, “কোনও মেয়ে যত ক্ষণ না চোখ দিয়ে ইশারা করছেন, তত ক্ষণ পর্যন্ত কোনও ছেলে অশালীন আচরণ করে না।” নাগপুরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ধর্ষণের শিকার এক শিশু। চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাঁচার সম্ভাবনা কম। মঙ্গলবার এ ব্যাপারে বলতে গিয়েই ধর্ষণের দায় এক রকম মেয়েদের ঘাড়েই চাপিয়ে দেন সত্যদেব।
|
ফের সীমা লঙ্ঘন |
সংবাদসংস্থা • লে |
ভারতের আকাশসীমায় এ বার ঢুকে পড়ল দু’টি হেলিকপ্টার। গত ১৫ এপ্রিল লে-র ডিবিও সেক্টরে ভারতের প্রায় দশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে চিনের সেনা। ভারতের আপত্তি উড়িয়ে সেখান থেকে সরতেও রাজি নয় তারা। বুধবার লে-র ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চুমার এলাকায় ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনা সেনার দু’টি হেলিকপ্টার। আকসাই চিনে ঢোকার অন্যতম রাস্তা চুমার। তাই ভৌগোলিক দিক থেকে চুমারের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ।
|
চেন্নাইয়ে হত যুবক |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কর্মসূত্রে চেন্নাই গিয়ে নিহত হলেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, ধুবুরি জেলার গৌরীপুরের ইয়াকুব আলি কাজের সন্ধানে চেন্নাইয়ে গিয়েছিলেন। সোমবার অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে ধারাল অস্ত্রের কোপে হত্যা করেছে। গত ১৭ এপ্রিল অসমের দুই যুবক অপহৃত হন। এখনও তাঁদের কোনও সন্ধান পাওয়া যায়নি।
|
বিপাকে অখিলেশ |
সংবাদসংস্থা • লখনউ |
তাঁর হুকুম ছাড়া নাকি বসারও অনুমতি নেই পুলিশের। এমন মন্তব্য করে উত্তরপ্রদেশের বস্ত্রমন্ত্রী শিবকুমার বেরিয়া অস্বস্তিতে ফেলেছেন অখিলেশ যাদবকে। তাঁর বক্তব্য, তাঁর নির্দেশ ছাড়া পুলিশ কিছু করলেই তাঁকে বরখাস্ত করা হবে। |
|