গাড়িচালকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা |
ধর্মতলার রেস্তোরাঁ মালিকের ছেলে অঙ্কুর সাউকে অপহরণকারীরা মুক্তি দিলেও তাঁর গাড়ির চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। গিরিডির দেউরি জঙ্গল থেকে জিতেন্দ্রকুমার সাউ নামে ওই চালকের দেহ মেলে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বুধবার জানান, মঙ্গলবার জিতেন্দ্রর দেহ উদ্ধার হয়। তাঁর পরিজনেরা দেহটি শনাক্ত করেন। ১০ এপ্রিল অঙ্কুর যে গাড়ি নিয়ে বেরিয়ে নিখোঁজ হন, জিতেন্দ্র সেই গাড়ির চালক ছিলেন। পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। পুলিশের দাবি, গাড়ি-সহ অঙ্কুরকে অপহরণ করা হয়েছিল এবং অপহরণের পিছনে অঙ্কুরের ঘনিষ্ঠ এক বন্ধু রয়েছেন। তিনিই অপহরণের পরিকল্পনা করেন। তাঁর খোঁজে কলকাতা ও ঝাড়খণ্ডের নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। কসবা থানা এলাকার বাসিন্দা অঙ্কুরকে সোমবার মুক্তি দেয় অপহরণকারীরা। তারা অঙ্কুরের মুক্তির জন্য ছ’কোটি টাকা চাইলেও পরে তা কমিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, অঙ্কুরের পরিবারকে ৩৫ লক্ষ টাকা দিতে হয়েছে মুক্তিপণ হিসেবে।
|
জাতীয় পতাকার ‘অবমাননা’, ধৃত |
জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মঙ্গলবার বিধাননগর পুরসভার এক গাড়িচালককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তারক দাস। বুধবার তাঁকে বিধাননগরের এসিজিএম আদালতে তোলা হলে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিধাননগরের বিজন ভবনের সামনে দিয়ে ময়লা তোলার গাড়ি নিয়ে যাচ্ছিলেন তারকবাবু। গাড়িতে লাগানো ছিল একটি জাতীয় পতাকা। সূত্রের খবর, এক বিচারপতি ময়লার গাড়িতে জাতীয় পতাকা লাগানো দেখে অভিযোগ করলে পুলিশ নিজেই একটি মামলা রুজু করে। ধৃতের পক্ষে আইনজীবী সৌম্যজিৎ রাহা জানান, তাঁর মক্কেল একটি ভ্যাট থেকে ময়লা তুলছিলেন। ভ্যাটে জাতীয় পতাকা পড়ে থাকতে দেখে তিনি সেটি গাড়িতে রেখে দেন।
|
চটশিল্পের বৈঠকে বাদ শোভনদেবের সংগঠন |
দলের শ্রমিক সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দেন শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেনদের। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত তা স্পষ্ট বুধবার নব মহাকরণে রাজ্য শ্রম দফতরে শোভনদেব অনুগামীদের বিক্ষোভে। চটশিল্পের শ্রমিক-কর্মী সংগঠনের নতুন দাবিদাওয়া নিয়ে বৈঠক ছিল রাজ্যের শ্রম দফতরে। বৈঠকে শোভনদেববাবুর নেতৃত্বাধীন সংগঠনকে আমন্ত্রণ না জানানো নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়। পরে শ্রম দফতর থেকে ২৯ এপ্রিল শোভনদেববাবুর সংগঠনের সঙ্গে যুগ্ম শ্রম কমিশনার আলাদা বৈঠক করবেন বলে চিঠি যায়। শোভনদেববাবুর অভিযোগ, “আমাদের সংগঠনের অধীনে বিভিন্ন চটকলের ৫১টি ইউনিয়ন রয়েছে। কিন্তু আমাদের ডাকা হয়নি। অথচ দোলা সেনদের ডাকা হয়েছে। তাই আমাদের কর্মীরা ক্ষুব্ধ।” তাঁর আরও অভিযোগ, “চটশিল্পের শ্রমিক সংগঠনের কাজ আমাকে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার পরেও শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও দোলা সেন আমাদের সংগঠনকে অপ্রাসঙ্গিক করতে চাইছেন।’’ শ্রমমন্ত্রীর নির্দেশেই এ দিন তাঁদের সংগঠনকে বৈঠকে ডাকা হয়নি বলে শোভনদেববাবুর অভিযোগ। পূর্ণেন্দুবাবু বা দোলা কেউই এই অভিযোগ নিয়ে মন্তব্য করেননি। তাঁদের অনুগামীদের বক্তব্য, বিষয়টি সাংগঠনিক। সংগঠনেই আলোচনা হবে। কেন শোভনদেববাবুর সংগঠনকে ডাকা হয়নি সরকারিভাবে শ্রম দফতর থেকে জানানো হয়নি। তবে এ দিনের বৈঠকে তৃণমূলের বিধায়ক অর্জুন সিংহ বা সাংসদ সৌগত রায়ের নেতৃত্বাধীন শ্রমিক সংগঠনকে ডাকা হয়ছিল। ফলে, ক্ষুব্ধ শোভনদেববাবুরা।
|
জেরার মুখে দুই পুলিশকর্তা |
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (এসটিএফ) এবং যুগ্ম কমিশনার (এপি)-কে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশন। পুলিশি হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত রিপোর্ট বুধবার কমিশনে জমা দিয়েছে কলকাতা পুলিশ। কমিশনের নিজস্ব দুই সদস্যের তদন্ত কমিশনও এ দিন রিপোর্ট জমা দিয়েছে। দু’টি রিপোর্ট দেখার পরে কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় এবং অন্য সদস্য, অবসরপ্রাপ্ত বিচারপতি নারায়ণচন্দ্র শীল ওই দুই পুলিশকর্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে কমিশন সূত্রের খবর।
|
আজ বাম যুবদের ‘মহাকরণ চলো’ |
বেকারদের চাকরি এবং রাজ্যে শাসক দলের সন্ত্রাস বন্ধের দাবিতে আজ, বৃহস্পতিবার ‘মহাকরণ চলো’য় নামছে বামফ্রন্টের ৮টি যুব সংগঠন। তাদের দাবির সঙ্গে যোগ করা হয়েছে সারদা-কাণ্ডও। কলকাতায় সম্প্রতি এসএফআইয়ের আইন অমান্য কর্মসূচিতে এক ছাত্র-নেতার মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে আজ বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ এবং যুব নেতৃত্ব, দু’পক্ষই। কলেজ স্কোয়ারে বেলা ২টোয় জমায়েত হবে। তার পরে মহাকরণমুখী মিছিলকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যেতে দেবে পুলিশ। মুখ্যমন্ত্রীর হাতে দাবিপত্র তুলে দিতে চেয়ে যুব সংগঠনগুলির তরফে বুধবারও দু’টি চিঠি পাঠানো হয়েছে তাঁর দফতরে। কিন্তু উত্তর মেলেনি। মুখ্যমন্ত্রী নিজে দাবিপত্র গ্রহণ করতে সম্মত না-হলে আজ শেষ পর্যন্ত পথ অবরোধেও যেতে পারে বাম যুবরা।
|
আলিপুর জজ কোর্টে চতুর্থ শ্রেণির এক কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার আদালতের কর্মীরা হঠাৎই কর্মবিরতি শুরু করেন। ১২টা নাগাদ কোর্টের কাজকর্ম বন্ধ হয়ে যায়। শেষ বেলায় কর্মবিরতি প্রত্যাহারের পরে কিছু মামলার কাজ হয়।
|
স্যুইচ গিয়ার বক্সে মেরামতির কাজ চলার জন্য ২৮ এপ্রিল পর্যন্ত সল্টলেকের বিভিন্ন ব্লকে গড়ে ৩০-৪৫ মিনিট করে লোডশেডিং হবে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পক্ষ থেকে বুধবার এই খবর জানিয়ে বলা হয়েছে, গিয়ার বক্সের কিছু যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। |