জিতল মিলনী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
নিজেদের শেষ ম্যাচে বিবেকানন্দ সঙ্ঘকে ১২৮ রানে হারিয়ে প্রথম ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষে উঠলো মিলনী ক্লাব। এই মরশুমে একটি ম্যাচেও হারেনি তারা। প্রথমে ৩০ ওভারে ২২৮-৭ রান করে মিলনী। রাজেন্দর শর্মা ৪৮ বলে ৭১ রান করেন। রানা চৌধুরী ২১ বলে ৬১ রান ও অভিষেক চৌধুরী ৪৩ রান করেন। বিবেকানন্দের অরিজিৎ দাস ১৩ রানে ২ উইকেট ও সন্দীপ যাদব ৩০ রানে ২ উইকেট দখল করেছেন। পরে বিবেকান্দ ২৯.২ ওভারে ১০০ রান করে অল্ আউট হয়ে যান। অমল দাস সর্বোচ্চ ৩৫ রান করেন। মিলনীর অফস্পিনার রাজিন্দর শর্মা মাত্র ৬ রানে ৩ উইকেট, সঞ্জীব গোয়েল ১৫ রানে ২ উইকেট ও বিকাশ ভার্মা ১৮ রানে ২ উইকেট নেন। প্রথম ডিভিশনের অপর ম্যাচে দিলীপ স্মৃতি সঙ্ঘ ৮০ রানে হারায় বংপুর চেতনা ক্লাবকে। প্রথমে দিলীপ ২০ ওভারে ১৬৯-৭ রান করে। মাঠ ভিজে থাকায় খেলা শুরু হতে দেরি হয় ও ওভার সংখ্যা কমে। দিলীপের অঙ্কিত রায় ৩৬ রান ও প্রসেনজিৎ ধীবর ৩১ রান করেন। বংপুর ২০ ওভারে করে ৮৯-৭ রান। দলের দীপজয় মণ্ডল করেন ৩৪ রান। দিলীপের প্রসেনজিৎ ধীবর ২৪ রানে ৩ উইকেট ও সৌমেন পাল ২২ রানে ২ উইকেট নেন। শনিবার বংপুর বনাম বিবেকানন্দের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের প্রথম ডিভিশন ক্রিকেট লিগ।
|
নাবালিকা উদ্ধার, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মঙ্গলকোট থানার পুলিশ। ধৃতের নাম সিপন শেখ। বাড়ি মঙ্গলকোটের ঝিলু গ্রামে। মঙ্গলবার রাতে পুলিশ গলসির গলিগ্রাম থেকে সিপনকে গ্রেফতার করে। নাবালিকাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিপন বিবাহিত। গত ১৩ এপ্রিল নতুনহাট বাসস্ট্যান্ড থেকে ওই নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যায় সে। কাটোয়া মহকুমা আদালতের আইনজীবী মিঠুন মণ্ডল বলেন, “বুধবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁর ৫ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। উদ্ধার হওয়া নাবালিকা এ দিন বিচারকের কাছে গোপন জবানবন্দী দিয়েছে।”
|
মোটরবাইকে ধাক্কা, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। তাঁর নাম কৃষ্ণবাহাদুর ছেত্রী (৬৯)। বাড়ি শহরের লক্ষ্মীপুরের কাঁটাপুকুরে। বাড়িতে পূর্ণিমা পুজো উপলক্ষে বুধবার সকালে কাটোয়া রোডের ডিভিসি মোড়ে এক আত্মীয়ের বাড়িতে সাইকেলে চেপে নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন তিনি। একটি মোটরবাইক তাঁর সাইকেলের পিছনে ধাক্কা মারলে রাস্তায় পড়ে মাথায় চোট পান তিনি। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
বজ্রাঘাতে মৃত্যু হল এক খেতমজুরের। তাঁর নাম বড় মূর্মু (২৭)। বাড়ি আউশগ্রাম থানার দিকচন্দ্রপুরে। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ তিনি নিজের ঘরের খড়ের চাল মেরামত করছিলেন। সেই সময় বাজ পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি। |