নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বন্ধুর বিরুদ্ধে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার অভিযোগ করলেন এক ব্যক্তি। একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের রানিগঞ্জ শাখার বিরুদ্ধেও অন্ডাল থানায় অভিযোগ করেছেন তিনি।
অন্ডালের চকরামবাটির বাসিন্দা সেন্ট্রাল কাজোড়া কোলিয়াড়ির খনি কর্মী সীমাঞ্চল সাহুর অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের কাজোড়া শাখায় তাঁর একটি কর্মী অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্ট থেকে বক্তারনগর বাবুইশোলের বাসিন্দা সীমান্ত ঘোষ দু’বারে মোট ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা সরিয়ে নেন। সীমাঞ্চলবাবু জানান, কিছু দিন আগে কাজোড়া মোড়ে কিছু অস্থায়ী বেদেদের কাছ থেকে সীমান্তবাবু কম দামে সোনা কিনেছিলেন। তবে বেশ কিছু দিন আগে তিনি সোনাগুলি নকল দাবি করে সীমাঞ্চলবাবুকে টাকা দেওয়ার জন্য চাপ দেন। তিনি বলেন, “আমি আতঙ্কে কো-অপারেটিভ থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দিই সীমান্তকে।” তাঁর আরও অভিযোগ, “টাকা দেওয়ার আগে আমার কর্মী অ্যাকাউন্টের চেক বইটি সীমান্ত কেড়ে নিয়েছিল। পরে তা ফেরত দিলে আমি দেখি তিনটে চেক কম। ওকে জিজ্ঞেস করলে ও বলে যা ছিল তাই আছে। পরে আমি ব্যাঙ্কে গিয়ে নতুন চেকবই সংগ্রহ করি এবং উড়িষ্যায় নিজের বাড়ি চলে যাই। ফিরে ব্যাঙ্কে গিয়ে জানতে পারি, ১৯ এবং ২০ এপ্রিল পরপর ১ লক্ষ ৫০ হাজার ও ৬ হাজার ৬০০ টাকা সীমান্ত নিজের রানিগঞ্জের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে।” তাঁর অভিযোগ, চেক বইয়ে নকল সই করে কাজোড়া শাখা থেকে রানিগঞ্জের শাখায় টাকা সরিয়েছেন সীমান্তবাবু। তবে সীমান্তবাবুর বক্তব্য, “আমি ওর কাছ থেকে টাকা পেতাম, কোনও জালিয়াতি করিনি।” বুধবার সকালে তিনি সীমান্ত ঘোষ ও রানিগঞ্জ ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। |