মেয়র পারিষদের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থার কারবারে আসানসোল পুরসভার এক মেয়র পারিষদের জড়িত থাকার অভিযোগ তুললেন বাম কাউন্সিলররা। বুধবার এই অভিযোগে মেয়রের কাছে স্মারকলিপিও দেন তাঁরা। কর্মসূচীর নেতৃত্বে ছিলেন পুরসভার বিরোধী নেতা তথা প্রাক্তন মেয়র সিপিএমের তাপস রায়। তাঁর অভিযোগ, পুরসভার এক মেয়র পারিষদ একটি ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থার কারবার চালাচ্ছেন। এরই সঙ্গে বকলমে নির্মাণ ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত বলে তাঁর দাবি। ওই পারিষদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন বাম কাউন্সিলরেরা। এ দিন পুরসভা এলাকায় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করার দাবিও জানান তাঁরা। তবে এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।
|
গয়না নিয়ে চম্পট
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
দিনেদুপুরে গয়না ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার ৬০ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জ-পঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির কাছে ঘটনাটি ঘটে। জামুড়িয়ার রবীন্দ্রনাথ কলোনির বাসিন্দা অশ্বিনী মণ্ডল রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, এ দিন স্ত্রী ছায়াদেবীর সঙ্গে রানিগঞ্জ বাজার থেকে মেয়ের বিয়ের জন্য গয়না নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই অন্য একটি বাইকে দু’জন তাঁদেরকে সজোরে ধাক্কা মারে। তাঁরা দু’জনেই ছিটকে রাস্তার পাশে জঙ্গলে পড়ে যান। ব্যাগটি কেড়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।
|
হামলায় অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন সিপিআইএমএল (লিবারেশন)-র চার কর্মী। বুধবার বিকেলে কাঁকসা থানার আমলাজোড়া পঞ্চায়েতের সোকনা গ্রামের ঘটনা। দলের পলিটব্যুরো সদস্য কার্তিক পালের অভিযোগ, বিকেলে সংগঠনের কাজে ওই গ্রামে গিয়েছিলেন রাজ্য কমিটির সদস্য সুরেন্দ্র সিংহ, জেলা কমিটির সদস্য সন্ধ্যা দাস ও আরও দুই কর্মী। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। কার্তিকবাবু বলেন, “কেতুগ্রামের ঝামাটপুর অনন্তপুরেও। কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা সম্পাদক সলিল দত্ত এবং রাজ্য কমিটির সদস্য অশোক চৌধুরী আক্রান্ত হয়েছেন।” তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস চালাতে তৃণমূল বিরোধীদের উপরে আক্রমণের পথ বেছে নিয়েছে। তৃণমূল তা অস্বীকার করেছে। কাঁকসার প্রাক্তন ব্লক সভাপতি তথা প্রদেশ তৃণমূল সদস্য দেবদাস বক্সি বলেন, “ ঘটনার কথা জানা নেই। পুলিশ ব্যবস্থা নিক।”
|
মার খেয়েও চোর ধরলেন কর্তা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চুরি করতে এসে গৃহকর্তার হাতে পাকড়াও হল এক চোর। সঙ্গীকে বাঁচাতে গৃহকর্তাকে উত্তম মধ্যম দিল তার সাঙ্গপাঙ্গরা। তবে এতেই শেষ নয়। গৃহকর্তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ধরেও ফেললেন তিন চোরকে। মঙ্গলবার রাতে আসানসোল উত্তর থানা এলাকার রেলপাড় অঞ্চলে ঘটনাটি ঘটে। গৃহকর্তা মহম্মদ সুলেমান পুলিশের কাছে অভিযোগে জানান, ওই দিন রাতে সাত জনের এক দুষ্কৃতী দল তাঁর বাড়িতে ঢোকে। তবে তিনি সজাগ হয়ে এক চোরকে ধরে ফেলেন। তার পরেই বাকি চোরেরা তাঁকে মারধর শুরু করে। তিনি তারস্বরে চেঁচাতে থাকেন। পড়শিরা জড়ো হয়ে তিন জনকে ধরেও ফেলে। প্রহৃত গৃহকর্তা আসানসোল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ইস্পাত দিবস
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর ইস্পাত (ডিএসপি) দিবস পালিত হল বুধবার। ১৯৬০ সালে এই দিনেই কারখানার স্টিল মেল্টিং শপে প্রথম বার তরল ইস্পাত থেকে ইনগট তৈরি হয়। প্রতিবছরই দিনটি স্মরণ করে ডিএসপি দিবস পালন করেন কর্তৃপক্ষ। কারখানায় কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা গিয়েছেন তাঁদের স্মরণে ইস্পাত নগরীর আই সেক্টরের স্মারকে মাল্যদান করেন ডিএসপি’র সিইও পঙ্কজ কুমার সিংহ।
|
পদ অনুযায়ী কাজ না মেলার অভিযোগ তুলে প্রায় চার ঘণ্টা বিক্ষোভ দেখালেন এক দল খনি কর্মী। বুধবার বাঁকোলা কোলিয়ারির ২ নম্বর সাইডিংয়ে হাজিরা ঘরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
|
কোথায় কী
আসানসোল
মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
ক্রিকেট। আসানসোল স্টেডিয়াম। সকাল সাড়ে আটটা। |