টুকরো খবর
পুরনো ট্যাক্সির মালিকানা হস্তান্তরে সায় সরকারের
পনেরো বছর বা তার চেয়ে পুরনো ট্যাক্সি বদলের ক্ষেত্রে মালিকানা হস্তান্তরে সায় দিল রাজ্য সরকার। এর ফলে বসে যাওয়া প্রায় ১১ হাজার ট্যাক্সি প্রতিস্থাপন করিয়ে রাস্তায় নামানো সম্ভব হবে। ট্যাক্সি ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিমল গুহ মঙ্গলবার বলেন, “এই ধরনের ট্যাক্সির সংখ্যা প্রায় ১১ হাজার। বাড়তি ট্যাক্সি নামলে যাত্রীরাই সুফল পাবেন।” ২০০৮-এর ১৮ জুলাই সুপ্রিম কোর্ট ১৫ বছর বা তার চেয়ে পুরনো বাণিজ্যিক গাড়ি বসিয়ে দিতে বলে। ২০০৯-এর ২৫ ফেব্রুয়ারি রাজ্য এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু নতুন সরকারের আমলে পুরনো ট্যাক্সি বদলের ক্ষেত্রে মালিকানা হস্তান্তরে বিধিনিষেধ আরোপ করা হয়। ট্যাক্সি-মালিকদের বক্তব্য, নতুন গাড়ি কিনতে ব্যাঙ্কঋণ পাওয়া নিয়ে জটিলতা দেখা দেয়। মহাকরণ সূত্রের খবর, মুশকিল আসান করতে গত বছর ১৩ ফেব্রুয়ারির আগে যে-সব ট্যাক্সির নথিপত্র ঠিকঠাক ছিল, সেগুলির মালিকানা হস্তান্তরের অনুমতি দেওয়া হয়। এই মেয়াদ বহাল থাকবে ২৭ মে পর্যন্ত।

ফের বদলি বিবেক, এ বার দিল্লিতে
নন্দিনী চক্রবর্তীর পরে বিবেক ভরদ্বাজ। তথ্য-সংস্কৃতির ‘বেহিসেবি’ খরচ নিয়ে প্রশ্ন তোলায় গত জানুয়ারিতে দফতরের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নন্দিনী চক্রবর্তীকে। এ বার ক্রেতা-সুরক্ষা সচিব বিবেক ভরদ্বাজকে পাঠানো হল দিল্লিতে, রেসিডেন্ট কমিশনার হিসেবে। মহাকরণের খবর: ক’মাস আগে কেএমডিএ-র সিইও থাকাকালীন নগরোন্নয়ন দফতরের কিছু কাজকর্মে আপত্তি করায় এই আইএস অফিসারকে তুলনায় কম গুরুত্বের ক্রেতা-সুরক্ষা দফতরে আনা হয়েছিল। মঙ্গলবার তিনি ফের বদলি হলেন। প্রশাসনিক-সূত্রে জানা গিয়েছে, এর আগে কেন্দ্রীয় ডেপুটেশনে দিল্লি যেতে চেয়ে রাজ্যকে আর্জি জানিয়েছিলেন বিবেক। তখন তাঁর আবেদন মঞ্জুর হয়নি। তবে নতুন পরিস্থিতিতে কয়েক জন ‘সিনিয়র’ আইএএস অফিসার রেসিডেন্ট কমিশনার হতে ইচ্ছুক থাকলেও বিবেককেই ওই পদে বসানো হয়েছে। বর্তমান রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবে-কে রাজ্যে এনে তথ্য-প্রযুক্তি দফতরের সচিব করা হচ্ছে। বর্তমান তথ্য-প্রযুক্তি সচিব সুশান্ত মজুমদার হবেন ক্রেতা-সুরক্ষার নতুন সচিব।

মোটরচালিত ভ্যান বন্ধের নির্দেশ
আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যের সব মোটরচালিত ভ্যানগাড়ি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাজ্য সরকারকে এই নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ক্ষোভের সঙ্গে বলেন, “পুলিশের নাকের ডগায় রাজ্য জুড়ে মোটরচালিত ভ্যানগাড়ি চলছে। কিন্তু তা বন্ধ করবে কে? পুলিশের কাজ তো শুধু বিচারপতি, মন্ত্রী, আমলা, পুলিশের বড়কর্তাদের গাড়ি গেলে স্যালুট করা!” সাগর থানা এলাকায় যত মোটরচালিত ভ্যানগাড়ি চলে, তা বন্ধের জন্য পাঁচ মাস আগেই নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। পর্যায়ক্রমে সারা রাজ্যেই ওই নির্দেশ বলবৎ করতে বলেছিল তারা। এ দিন সেই মামলার শুনানিতে পুলিশ জানায়, সাগর এলাকায় এই ধরনের ১৯টি ভ্যানগাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও সেখানে প্রায় ৫০০টি মোটরচালিত ভ্যান চলাচল করে। পুলিশের বক্তব্য শুনেই তিন সপ্তাহের মধ্যে ভ্যানগাড়ি বন্ধের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

ফের মন্ত্রিত্বে
বলেছিলেন রাজনৈতিক সন্ন্যাস নেবেন, কিন্তু কার্যক্ষেত্রে আবার মন্ত্রী হয়ে রাজনীতিতে ফিরে এলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কৃষি থেকে সরিয়ে অপেক্ষাকৃত ‘কম গুরুত্বপূর্ণ’ মন্ত্রক (পরিসংখ্যান ও পরিকল্পনা) দেওয়ার প্রতিবাদে কয়েক মাস আগে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বসেন রবীন্দ্রনাথবাবু। তা অবশ্য গৃহীত হয়নি। কিছু দিন ধরে ফের দলের সঙ্গে সখ্য বাড়ছিল তাঁর।
ফের মহাকরণের দিকে চলেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার ছবিটি তুলেছেন দীপঙ্কর দে।
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বেলা সওয়া ১২টা নাগাদ মহাকরণের দিকে রওনা দেন রবীন্দ্রনাথবাবু। বলেন, “আমি তো রাজনীতি থেকে বিরত হইনি। দলেই আছি। রাজনীতির মধ্যে আছি।” ইস্তফাপত্র দেওয়ার পরে দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তুলেছিলেন রবীন্দ্রনাথবাবু। এ দিন বেলা ২টো নাগাদ মহাকরণে আসেন রবীন্দ্রনাথবাবু। সাংবাদিকদের তিনি বলেন, “পাঁচ মাস পরে ফিরে ভাল লাগছে। সকালে নিউ সেক্রেটেরিয়টে আমার দফতরে গিয়েছিলাম। এখানে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে এলাম।”



বিজেপিতে যোগ জর্জ বেকারের
—নিজস্ব চিত্র
বিজেপিতে যোগ দিলেন অভিনেতা জর্জ বেকার। মঙ্গলবার এই পরিপ্রেক্ষিতে দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, তৃণমূলের সঙ্গে জোট করে বিজেপি রাজ্যে প্রাসঙ্গিকতা হারিয়েছিল। তাই এক সময়ে যে সব অভিনেতা, ফুটবলার বা কোচেরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা অনেকেই পরবর্তী কালে আর দলের প্রচারে নামেননি। এ বার আশাবাদী রাহুলবাবুর কথায়, “আগামী দিনে জর্জদার মতো আরও অনেক অভিনেতা, শিল্পী ও প্রখ্যাত ব্যক্তি বিজেপিতে যোগ দেবেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.