ইঁদপুরে প্রতারণায় অভিযুক্ত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
এক শিক্ষক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে একটি ভুঁইফোড় সংস্থায় অর্থলগ্নি করিয়ে প্রতারণার অভিযোগ করলেন তাঁরই সহকর্মী তিন জন শিক্ষক। বাঁকুড়ার ইঁদপুর ব্লকের ঘটনা। ওই হাইস্কুলের তিন জন শিক্ষক তাঁদেরই সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার ইঁদপুর থানায় এই অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারী শিক্ষকদের দাবি, ওই শিক্ষক ‘আরবিএম’ নামে একটি সংস্থার নাম করে তাঁদের কাছ থেকে ২০১১ সালের নভেম্বর মাসে প্রায় ৬ লক্ষ টাকা নিয়েছেন। তিন থেকে চার মাস অন্তর পাঁচটি কিস্তিতে সুদ-সহ সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু একটি কিস্তিতে সামান্য কিছু টাকা ফেরত পেলেও বাকি টাকা তাঁরা আর পাননি। বারবার টাকা ফেরতের জন্য ওই শিক্ষককে বলা হলেও তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেছেন। অভিযুক্ত শিক্ষক অবশ্য টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “ওঁরা সব কিছু দেখে শুনেই বাঁকুড়ার ওই সংস্থায় টাকা জমা করেছিলেন। টাকা জমা দেওয়ার রসিদও তাঁরা নিয়েছেন। আমি ওই সংস্থার এজেন্ট নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার জানান, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। কেউ গ্রেফতার হয়নি।
|
খোঁজ মিলল মা-ছেলের
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি |
স্বামীর উপর রাগ করে আগ্রার বাড়ি থেকে বেরিয়ে আসা এক বধূ ও তাঁর এক বছরের ছেলেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন সাঁওতালডিহির বাসিন্দারা। খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে বধূটির বাবা মঙ্গলবার এসে মেয়ে ও নাতিকে নিয়ে যান। পুলিশ জানায়, সোমবার সাঁওতালডিহির পাবড়া গ্রামে ছেলেকে কোলে নিয়ে ওই বধূকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখেন বাসিন্দারা। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। খাবারও দেন। পরে তিনি জানান, আগ্রার সেকেন্দ্রাপুনুড়া থানা এলাকায় তাঁর শ্বশুর বাড়ি। স্বামীর উপর রাগ করে তিনি বাড়ি ছেড়েছিলেন। তবে কী ভাবে সাঁওতালডিহির পাবড়া গ্রামে চলে এসেছিলেন, তা জানাতে পারেননি। তাঁর কাছ থেকে বাপের বাড়ির ঠিকানা জানতে পেরে পুলিশ সোমবার রাতে সেখানে খবর পাঠান। বধূটির বাবা বলেন, “ভাগ্যিস পাবড়ার বাসিন্দারা পুলিশকে খবর দিয়েছিলেন। তা নাহলে মেয়েকে হয়ত ফিরে পেতাম না।”
|
বিদ্যুৎ ‘চুরি’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
বিদ্যুৎ চুরি করে সাবমার্সিবল পাম্প চালানোর অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিপ্লব সরকার। পাত্রসায়র থানার বালসির বাসিন্দা। পুলিশের দাবি, হুকিং করে সাবমার্সিবল পাম্প চালানোর সময় সোমবার তাঁকে হাতেনাতে ধরা হয়েছে।
|
পুলিশের গাড়ির চালক এক কনস্টেবলের অস্বাভাবিক মত্যু হয়েছে। মৃত কনস্টেবলের নাম উজ্বল সিংহ (৫২)। গঙ্গাজলঘাটি থানার কাপিষ্ঠা গ্রামে তাঁর বাড়ি। বোরো থানায় কর্মরত ওই পুলিশকর্মীকে সোমবার বাড়িতে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
|
পুলিশ গিয়ে একটি অবৈধ মদের ঠেক ভেঙে গুড়িয়ে দিল। সোমবার মানবাজারের গোবিন্দপুর গ্রামের ঘটনা। মহিলারাও থানায় নালিশ জানিয়েছিলেন। |