টুকরো খবর |
কাজ শুরুর দাবি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ঝাড়গ্রামে উড়ালপুলের দাবিতে গণ-অবস্থান |
ঝাড়গ্রামে উড়ালপুলের কাজ আচমকা বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত কাজ শেষের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দু’ঘণ্টা ঝাড়গ্রামের এসডিও অফিসের সামনে গণ অবস্থান করল ‘ঝাড়গ্রাম পুর নাগরিক কমিটি’। অবিলম্বে উড়ালপুলের কাজ চালু করার দাবিতে পুর নাগরিক কমিটির পক্ষ থেকে কয়েক হাজার মানুষের গণ স্বাক্ষরিত দাবি-সনদ মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হয়।
|
বাস-ট্যাঙ্কারের ধাক্কা, জখম ১৩
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাসের সঙ্গে তেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১৩ জন বাসযাত্রী। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। প্রথমে আহতদের নন্দকুমার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তিন মহিলা-সহ সাত জনকে গুরুতর অবস্থায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হলদিয়া-মেচেদা রুটের একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে একটি তেল ট্যাঙ্কারের ধাক্কা লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্যাঙ্কারের চালক আচমকা লেন পরিবর্তনের চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কের চালক-খালাসি পলাতক।
|
|