সর্বভারতীয় যোগাসন প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বিভাগে জাতীয় সেরা হল কাঁথি শহরের সৌগতা জানা। কাঁথি ক্লাব পরিচালিত শিশুমহলের ছাত্রী সৌগতা জাতীয় সেরা হওয়ায় ইন্টারন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা ২০১৩-য় অংশগ্রহণকারী ভারতীয় দলেও অন্যতম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। আগামী ৭ জুন থেকে আমেরিকার লস এঞ্জেলসে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা। কিন্তু, জাতীয় সেরা হয়েও অর্থাভাবে বিমান ভাড়া জোগাড় করতে না পারার আশঙ্কায় অনিশ্চিত হয়ে পড়েছে সৌগতার ‘ভুবনজয়’।
গত ৩ ও ৪ এপ্রিল বেঙ্গালুরুতে স্বামী বিবেকানন্দ যোগ বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে প্রথম হয় সৌগতা জানা। ১৫৬ জন প্রতিযোগীর মধ্যে রাজ্যের ১৪ জনের দলে সৌগতা জানা-সহ কাঁথি শিশুমহলের চার প্রতিযোগী ছিল। এর মধ্যে লগ্নমিতা জানা সপ্তম ও অন্তরা সাহা দশম হয়েছে। শিশুমহলের সম্পাদক রোহিণীকান্ত নন্দ জানা স্বাভাবিকভাবেই গর্বিত সৌগতা-সহ ছাত্রীদের সাফল্যে। |
কিন্তু তাঁর উদ্বেগ আমেরিকায় যোগ দিতে যাওয়ার বিপুল খরচ নিয়ে। আনন্দের সঙ্গে দুর্ভাবনায় দিন কাটছে বাবা পান্থরঞ্জন জানা, মা কবিতা জানারও। পান্থরঞ্জনবাবু কাঁথি শহরের এক ছোট ব্যবসায়ী ও কবিতাদেবী বেসরকারি নার্সারি বিদ্যালয়ের শিক্ষিকা। কবিতাদেবীর কথায়, “শুনেছি উদ্যোক্তারা থাকা-খাওয়ার ব্যবস্থা করলেও বিমান ভাড়ার লক্ষাধিক টাকা প্রতিযোগীকেই বহন করতে হবে।” কাঁথি শিশুমহলের ট্রেনার আলোক পালের কথায়, সৌগতা খুবই সম্ভাবনাময়ী। বিচারক প্রেমসুন্দর দাস ও কমল ভান্ডারী ওর মধ্যে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন।
বিমান ভাড়ার অর্থ জোগাড়ে অবশ্য এগিয়ে এসেছে কাঁথি ক্লাব, শিশুমহল থেকে সৌগতার স্কুল কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা সরকার জানালেন, “শুধু যোগাসন নয়, নাচগান থেকে পড়াশোনা সব কিছুতেই ষষ্ঠ শ্রেণির সৌগতা মনোযোগী। স্কুলের তরফ থেকে ওকে আর্থিক সাহায্যের কথা ভাবছি।” শিশুমহলের সহ সভাপতি নিশীথ মাইতি ও কাঁথি ক্লাবের সমাজকল্যাণ বিভাগের সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি উদ্যোগী হয়ে বিধায়ক, সাংসদ থেকে রাজ্যের ক্রীড়া দফতর ও অন্যান্য প্রতিষ্ঠানে আর্থিক সাহায্যের আবেদন জানাতে চলেছেন। |