টুকরো খবর
বায়ার্নের ৪ গোল
মেসি-ইনিয়েস্তারা চুরমার। মুলারের দুটি এবং গোমেজ ও রবেনের গোলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখ ৪-০ হারাল বার্সেলোনাকে। গোমেজের গোল অফসাইড কি না, তা নিয়ে প্রশ্ন থাকলে পিকে ও ইয়র্দি আলবার দুটো হ্যান্ডবল থেকে পেনাল্টিও পেতে পারত বায়ার্ন। সদ্য হ্যামস্ট্রিং সারিয়ে ওঠা মেসি শুরু থেকে খেললেও নিষ্প্রভ ছিলেন।

প্রিমিয়ার লিগ রুনিদের
খেতাব জয়ের উচ্ছ্বাস। মধ্যমণি ফান পার্সি। ছবি: এএফপি
সৌজন্যে রবিন ফন পার্সির হ্যাটট্রিক। তার সুবাদেই সোমবার রাতে অ্যাস্টন ভিলাকে ৩-০ হারিয়ে নিজেদের ২০তম ইংলিশ লিগ খেতাব জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই ফান পার্সির গোলে ১-০ এগোয় ফার্গির দল। ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে রুনির ৪০ গজ পাসে ডাচ তারকার নেওয়া দুর্দান্ত ভলি থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ফান পার্সি হ্যাটট্রিকের গোল করতেই সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় খেতাব জেতার উল্লাস। দ্বিতীয়ার্ধে গোল না হলেও, প্রতি মিনিটে ওল্ড ট্র্যাফোর্ডের ‘স্ট্রেটফোর্ড এন্ড’ থেকে ভেসে আসতে থাকে ‘চ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়ন্স’ গর্জন। আর রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই শুরু হয়ে যায় রুনিদের শ্যাম্পেন সেলিব্রেশন। স্বভাবতই উল্লসিত স্যর অ্যালেক্স ফার্গুসন বলছেন, “গত মরসুমে খেতাব জিততে না পারলেও ২০ বছর যা ধারাবাহিকতা দেখিয়েছি তা সত্যিই অবিশ্বাস্য।” আর ফান পার্সি বলেছেন, “কে গোল করেছে সেটা জরুরি না। আসল ব্যাপার এই খেতাবটা।”

চোট ভাবাচ্ছে মোরিনহোকে
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে জার্মানির সিগনাল ইদুনা পার্কে গোটজে-ব্লাকিজাউস্কিদের বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি রোনাল্ডো-বেঞ্জিমাদের রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৪ ঘণ্টা আগে রিয়াল শিবির চিন্তিত চোট সমস্যায়। শনিবার রাতে লা লিগা ম্যাচে চোট পেয়েছেন মার্সেলো। বুধবার সেক্ষেত্রে লেফট ব্যাকে কোয়েন্ত্রাওকে রেখে ভারানে ও র্যামোসকে নিয়েই রক্ষণ সাজাবেন হোসে মোরিনহো। মাঝমাঠের চারে থাকতে পারেন খেদিরা-আলোন্সো, সামনে রোনাল্ডো-ওজিল। সেন্টার ফরোয়ার্ডে বেঞ্জিমা না ইগুয়াইন, সেটা নিয়েই ঝামেলায় মোরিনহো। অন্য দিকে, ম্যাচের একদিন আগে বায়ার্ন মিউনিখ পরের মরসুমে বরুসিয়া তারকা গোটজেকে সই করানোর কথা ঘোষণা করায় উত্তপ্ত বরুসিয়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গোটজের আনুষ্ঠানিক ভাবে নিজের ভবিষ্যৎ ঘোষণা করা নিয়ে ক্লাবের সি ই ও হান্স জোয়াকিমও বিরক্ত। কিন্তু কোচ যুরগেন ক্লপ অবশ্য সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন, শেষ কয়েকটা খেলায় গোটজের পাশে থাকতে। এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখনও অপরাজিত বরুসিয়া। কিন্তু এ বারের প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি গোল আছে রিয়াল মাদ্রিদের।

ফাইনালে বনগাঁ সিসিসি
গঙ্গা মোটরস কাপে ফাইনালে উঠল বনগাঁ সিসিসি। বিবেকানন্দ পার্কে মঙ্গলবার তারা ১৩২ রানে হারায় দুর্গাপুর সিসিসিকে। মেনল্যান্ড-সম্বরণ অ্যাকাডেমি আয়োজিত টুর্নামেন্টে বনগাঁ করে ২৬৮-৯ (৪০ ওভার)। জবাবে দুর্গাপুর ১৩৬-১০ (২৬ ওভার)। বনগাঁ সিসির কৌস্তুভ সিংহ ১৩৬ রান, টাবুন সিংহ ৩৫ রানে ৪ উইকেট এবং দুর্গাপুরের রোহিত মিশ্র ৩৬ রানে চার উইকেট নেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.