|
|
|
|
বেপরোয়া বাসের ধাক্কায় রেলশহরে প্রাণ গেল দম্পতির |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী-স্ত্রী’র। খবর পেয়ে হাসপাতালে এসে জ্ঞান হারালেন ছেলেও। মঙ্গলবার বিকেলে খড়্গপুর শহরের মথুরাকাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দু’জনের নাম বাগসিংহ মাণ্ডি (৫৮) এবং সুন্দরী মাণ্ডি (৫৫)। মোটরবাইকে করে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, তখন যাত্রী বোঝাই বাস তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান সুন্দরীদেবী। গুরুতর জখম অবস্থায় বাগসিংহবাবুকে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে বাসের চালককে মারধর করেন উত্তেজিত স্থানীয় মানুষজন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। চালককে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খড়্গপুর টাউন থানার আইসি অরুণাভ দাস জানান, বাসটিকে আটক করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।
বাগসিংহবাবু আরপিএফের কর্মী ছিলেন। থাকতেন মথুরাকাটি রেল কোয়ার্টারে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নিয়ে মালঞ্চ এলাকার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। সাড়ে তিনটে নাগাদ তিনি যখন মোটরবাইক নিয়ে মথুরাকাটি মেন রোডে আসছিলেন, তখন গোপীবল্লভপুর-মেদিনীপুর রুটের একটি বাস তাঁদের ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুন্দরীদেবী। গুরুতর জখম অবস্থায় বাগসিংহবাবুকে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ছেলে অশোক মাণ্ডি। বাবার মৃতদেহ দেখে অশোকও জ্ঞান হারান। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেলে আসেন খড়্গপুরের বিধায়ক জ্ঞান সিংহ সোহন পাল, প্রাক্তন পুরপ্রধান তথা কাউন্সিলর রবিশঙ্কর পাণ্ডে প্রমুখ। এ দিকে, দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে বাস চালক শক্তি সিংহকে বাস থেকে নামিয়ে মারধর করে। স্থানীয়দের বক্তব্য, বাসটি দ্রুত গতিতে আসছিল। বেপোরোয়া গাড়ি চলাচলের ফলে খড়্গপুরের এই রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। পুলিশ গিয়ে প্রহৃত বাস চালককে উদ্ধার করে। তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পথ দুর্ঘটনায় স্বামী-স্ত্রী’র মৃত্যুতে মথুরাকাটি এলাকায় শোকের ছায়া নেমেছে। |
|
|
|
|
|