টুকরো খবর |
অনশন প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অনশন কর্মসূচিতে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়লেন ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল। অসুস্থ হয়েছেন সংগঠনের আরও চার জন কর্মী। মঙ্গলবার সকালে এঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই এ দিন অনশন প্রত্যাহার করেছে সিপি। যদিও তাদের দাবি, প্রাথমিক সংসদ কর্তৃপক্ষ অনুরোধের এই সিদ্ধান্ত। ছাত্র পরিষদের জেলা সভাপতির কথায়, “আমরা এ ব্যপারে আশাবাদী। সংসদ কর্তৃপক্ষ দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।” এ দিন সিপি’র অসুস্থ নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষায় অনিচ্ছাকৃত ভাবে অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অনশনে বসেছিল ছাত্র পরিষদ। সংসদের পক্ষ থেকে জানানো হয়, এ ক্ষেত্রে জেলাস্তরে করণীয় কিছু নেই। পরিস্থিতি দেখে মঙ্গলবার অনশন প্রত্যাহার করা হয়।
|
আইন অমান্য কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদ-সহ নানা দাবিতে মঙ্গলবার মেদিনীপুরেও আইন অমান্য কর্মসূচি করল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস নেত্রী কৃষ্ণা দেবনাথ, জেলা সভাপতি স্বপন দুবে প্রমুখ। এ দিন দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে থেকে মিছিল শুরু হয়। পরে তা বিভিন্ন পথ ঘুরে জেলাশাসকদের দফতরের সামনে, কালেক্টরেট মোড়ে পৌঁছয়। কংগ্রেস কর্মীরা জোর করে জেলাশাসকের দফতরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। তাঁদের গ্রেফতারও করা হয়। পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়। |
|
কংগ্রেসের আইন-অমান্য |
জেলা কংগ্রেস সভাপতির কথায়, “তৃণমূলের লোকজন হামলা-মারধর করছে। দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে। পুলিশ কিছু করছে না। মানুষ কি এই পরিবর্তন চেয়েছিলেন?” কংগ্রেসের অভিযোগ, এক সময়ে সিপিএম যে ভাবে সন্ত্রাস করেছে, এখন সে ভাবেই সন্ত্রাস করছে তৃণমূল।
গোলমাল এড়াতে এ দিন কালেক্টরেট মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন ছিল। শহরের বিভিন্ন এলাকাতেও ছিলেন পুলিশকর্মীরা। আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে ছিলেন ডিএসপি পদমর্যাদার এক অফিসার, এসআই-এএসআই পদমর্যাদার ১৭ জন অফিসার, ৭৮ জন কনস্টেবল এবং ১৪ জন হোমগার্ড। যদিও দিনের শেষে অনভিপ্রেত কোনও ঘটনা ঘটেনি।
|
কাঁঠাল চুরি, নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর কলেজ-অধ্যক্ষের আবাসনের উত্তরদিকের সীমানা প্রাচীরের একাংশ কে বা কারা ভেঙে দিয়েছে। আবাসন চত্বরের কাঁঠাল গাছের ফলও চুরি হয়েছে। সমস্তটা লিখিত ভাবে সোমবার কোতয়ালি থানায় জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ। শুরু হয়েছে তদন্ত।
প্রাচীরের পাশেই রয়েছে কলেজিয়েট স্কুলের (বালক) ক্যাম্পাস। ভারপ্রাপ্ত অধ্যক্ষের মতে, আবাসনের ক্যাম্পাসে ঢোকার জন্যই এ ভাবে প্রাচীর ভাঙা হয়েছে। আবাসন চত্বরে তিনটি কাঁঠাল গাছ রয়েছে। সেই গাছগুলিতে ৫০টিরও বেশি কাঁঠাল হয়েছিল। সমস্ত কাঁঠালই চুরি হয়েছে। মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কথায়, “বুঝতে পারছি না, কে বা কারা এমন
কাজ করল।”
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কৃষক প্রশিক্ষণ শিবির হল ডেবরার বাড়াগড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির কার্যালয়ে। সমিতির উদ্যোগে মঙ্গলবার এই শিবির হয়। উপস্থিত ছিলেন ব্লক কৃষি আধিকারিক পূর্ণেন্দু মজুমদার, সমবায় পরিদর্শক তথাগত চাকলাদার প্রমুখ। সমিতির সম্পাদক পৃথ্বীশ ভট্টাচার্যের বক্তব্য, এমন শিবিরের ফলে কৃষকেরাই উপকৃত হবেন। চাষের নানা বিষয় সম্পর্কে তাঁরা জানতে পারবেন। শিবিরে প্রায় ৬০ জন কৃষক যোগ দেন।
|
সারদা কাণ্ডের জের |
|
—নিজস্ব চিত্র। |
সারদা-সহ ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলোর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবিতে মঙ্গলবার মেদিনীপুর শহরের কেরানিতলার মোড়ে দুপুরে প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ করে বিজেপি। এর জেরে পথচলতি মানুষ দুর্ভোগে পড়েন। দলের শহর সভাপতি অরূপ দাস বলেন, “ এই সংস্থাগুলো মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সারদার সঙ্গে যে সব তৃণমূল নেতা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে হবে। রাজ্য সরকারের উচিত, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা। আমানতকারীরা যাতে তাঁদের অর্থ ফেরত পেতে পারেন, তার ব্যবস্থা সুনিশ্চিত করা।” |
|