সিপিএম সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানিগঞ্জের বল্লভপুরের ঘটনা। প্রতিবাদে মঙ্গলবার পেপারমিলের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিএম সমর্থকেরা। সিপিএম সমর্থক সন্নাসী রুইদাসের অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের দু’জনকে মারধর করেছে তৃণমূল নেতা অশোক হেলা, বিক্রম হেলা-সহ একদল তৃণমূল কর্মী। তিনি বল্লভপুর পুলিশ আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অশোক হেলার বক্তব্য, সোমবার রাতে বল্লভপুরে রামনবমী উপলক্ষে একটি খিচুড়ি খাওয়ার আসর বসেছিল। সেখানে খাওয়াদাওয়ার পর মদ্যপ অবস্থায় সন্ন্যাসী এবং তৃণমূলের সুমন গড়াইয়ের মধ্যে মারামারি হয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অশোকবাবু বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে ওরা প্রকৃত ঘটনা আড়াল করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন।” তবে সুমনবাবুর অভিযোগ, সন্ন্যাসী রুইদাস-সহ বেশ কয়েক জন তাঁকে বিনা প্ররোচনায় মারধর করেছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
পরাশিয়া কোলিয়ারির কেন্দা পিটে ভূগর্ভের সুরক্ষা উপেক্ষিত, এই অভিযোগে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখাল কেকেএসসি। তাঁদের দাবি, খনিতে ব্যবহার্য জুতো বহুদিন মিলছে না। সব দিক থেকেই সব সুরক্ষা উপেক্ষিত। ইসিএলের কর্পোরেট লেভেল সেফ্টি বোর্ডের সদস্য কেশব মুখোপাধ্যায় জানান, গত বছরের অগস্ট থেকে জুতো সরবরাহ করা হচ্ছে না। ভূগর্ভে ‘রুফ বোল্টিং’য়ের জন্য ১৩ দিন সিমেন্ট ক্যাপসুলের জোগান নেই। দু’ইঞ্চিপর পাইপ মজুত না থাকায় ভূগর্ভে জল ছেটানোর কাজ হচ্ছে না। খনি কর্তৃপক্ষ জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে।
|
রেল সাইডিংয়ের পাশে পড়ে থাকা এক মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। কুলটি থানার দামাগড়িয়া থেকে দেহটি মিলেছে। মঙ্গলবার পুলিশ জানায়, মৃতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। বয়স আনুমানিক চল্লিশ বছরের মধ্যে। মৃতের মুখে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়না-তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
|
বাড়ি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বি কে নগর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিনয় মজুমদার (৭০)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।
|