হারল লোকো ইয়ং মেনস সোসাইটি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় আদিত্য স্মৃতি সঙ্ঘ ৩ উইকেটে হারিয়েছে বর্ধমান লোকো ইয়ং মেনস সোসাইটি বা ব্লিজকে। প্রথমে ব্যাট করে ব্লিজ ২৭ ওভারে ১২৯ রান করে। সৌমেন ঘোষ করেন ৪৮ রান। আদিত্যর অনুজ সিংহ ২৩ রানে ৪, সুনন্দ গোস্বামী ৩৩ রানে ২ ও স্নেহাশিস ভট্টাচার্য ১৪ রানে ২ উইকেট দখল করেন। পরে আদিত্য ২৫.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের মহম্মদ সাবির আলম করেন ২৯ রান। বোলিংয়ে সফল নিলাভ দেবনাথ মাত্র ৮ রানে ৩ উইকেট দখল করেন। উৎপল ঘোষাল ১৩ রানে ২ উইকেট দখল করেন।
|
খেতাব জয়ের হ্যাটট্রিক বর্ধমানের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সারা বাংলা আন্তঃ বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী ও শিক্ষার্থী ফুটবলে খেতাব জেতার হ্যাটট্রিক করলো বর্ধমান বিশ্ববিদ্যালয়। বরানগরে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল ইন্ডিয়ান স্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট বা আইএসআই। পিসিএন স্মৃতি ট্রফির ফাইনালে বর্ধমান ফ্লাডলাইটে খেলে বারাসত রাজ্য বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারায়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করেন সমদ্যুতি পুততুণ্ড। সেমিফাইনালে বর্ধমান আয়োজক আইএসআই-কে ৬-১ ও বারাসত ১-০ গোলে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে। মোট আটটি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় যোগ দেয়। সাত গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দীনু দাস। প্রতিযোগিতায় পুরষ্কার দেন প্রাক্তন ভারতীয় ফুটবল কোচ সৈয়দ নয়িমুদ্দিন।
|
প্রথম ডিভিশনে জিতল আদিত্য
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় আদিত্য স্মৃতি সঙ্ঘ ৩ উইকেটে হারিয়েছে বর্ধমান লোকো ইয়ং মেনস সোসাইটি বা ব্লিজকে। প্রথমে ব্যাট করে ব্লিজ ২৭ ওভারে ১২৯ রান করে। সৌমেন ঘোষ করেন ৪৮ রান। আদিত্যর অনুজ সিংহ ২৩ রানে ৪, সুনন্দ গোস্বামী ৩৩ রানে ২ ও স্নেহাশিস ভট্টাচার্য ১৪ রানে ২ উইকেট দখল করেন। পরে আদিত্য ২৫.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের মহম্মদ সাবির আলম করেন ২৯ রান। বোলিংয়ে সফল নিলাভ দেবনাথ মাত্র ৮ রানে ৩ উইকেট দখল করেন। উৎপল ঘোষাল ১৩ রানে ২ উইকেট দখল করেন।
|
সুপার ডিভিশনে জিতল পূর্ব রেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগ কাম নক আউট সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল পূর্বরেল আসানসোল এসএ। আসানসোল রেলমাঠে পূর্বরেল হরিপুর সিসিকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর ৭৭ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় পূর্বরেল। ৯ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন কমলেশ মিত্র।
|
নক আউট ক্রিকেটে জিতল পূর্ব রেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগ কাম নক আউট সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল পূর্বরেল আসানসোল এসএ। আসানসোল রেলমাঠে তারা হরিপুর সিসিকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর ৭৭ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় পূর্বরেল। ৯ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন কমলেশ মিত্র। |