প্লাস্টিক রুখতে ফের অভিযান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ চোরাগোপ্তা চালু করাতে উদ্যোগীদের চিহ্নিত করতে ফের আসরে নামছে শিলিগুড়ি পুরসভা। জঞ্জাল অপসারণ বিভাগের দায়িত্ব নিয়েই বিভাগীয় মেয়র পারিষদ স্বপন চন্দ অফিসার ও কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। সোমবার শহরের বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন তিনি। ইতিমধ্যে বহুবার নানাভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে উদ্যোগ নিয়েছিল পুরসভা। বারবার প্লাস্টিক ক্যারিব্যাগ কারখানায় হানা দিয়ে মাল বাজেয়াপ্ত ইত্যাদি নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল পুরসভার তরফে। এবার শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করতে এবার বাজার কমিটির ওপর দায়িত্ব দিতে চলেছেন বিভাগীয় মেয়র পারিষদ। এ দিনের বৈঠকের মাধ্যমে বাজার কমিটির সম্পাদক সভাপতিদের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য দিকে, বর্ষা আসার আগে শহরের হাইড্রেনগুলি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। পাঁচটি বরোতে ১২ জন করে লোক নিয়োগ করে এই কাজ শুরু হয়েছে। বর্ষার আগে শহরের জল নিকাশি ব্যবস্থার কাজ ঠিক রাখতেই সাফাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানান বিভাগায় মেয়র পারিষদ। তবে ড্রেন পরিষ্কার করা নিয়ে বামেদের তরফে অভিযোগ, অনেক দেরি করে এই কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাম কাউন্সিলর মুকুল সেনগুপ্ত বলেন, ‘‘আগে জানুয়ারি মাস থেকে সাফাই হত, এই সময় দুবার হয়ে যেত। এখন কিছুই হচ্ছে না।”
|
চিতাবাঘের হামলা
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
চিতাবাঘের হামলায় জখম হলেন চা শ্রমিক। সোমবার এই ঘটনাটি ঘটে ফালাকাটা থানার কাদম্বিনী বাগানে। জখম শ্রমিকের নাম বেনাম ওঁরাও। তাঁকে ফালাকাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাগানে কাজ করার সময় ঝোপে লুকিয়ে থাকা চিতাটি ওই শ্রমিকের উপরে ঝাপিয়ে পড়ে।
|
গ্রামে ঘুরল বাইসন
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
তিনটি বাইসন ঢুকে পড়ল গ্রামে। সোমবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার ১ ব্লকের নাথুয়াটারি ও চকোয়াখেতি এলাকায়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা গ্রামে পৌঁছনোর আগে ৩টি বাইস চিলাপাতা জঙ্গলে ফিরে যায়।
|
কন্যাসন্তান জন্ম দিল জলদাপাড়ার কুনকি মীনাক্ষী। সোমবার ভোরে। খুশি বন কর্মীরা। |