একশো দিনের কাজ প্রকল্পে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগী হয়েছে হুগলির ধনেখালি ব্লক প্রশাসন। গুড়াপ গ্রাম পঞ্চায়েতের সাভিদহ সংসদের সম্পূর্ণ মহিলা-শ্রমিকদের নিয়ে একটি পুকুর সংস্কারের সূচনা হয়েছে দিন কয়েক আগে। ১০০ দিনের কাজ প্রকল্পে শুধুমাত্র মহিলাদের নিয়ে প্রকল্প রচনা এবং রূপায়ণ জেলায় এটাই প্রথম।
পুকুর সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক মনমীত নন্দা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মুক্তা আর্য, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবিদ হোসেন, বিধায়ক অসীমা পাত্র-সহ প্রশাসনের আধিকারিকেরা। প্রথম দিনে দত্তপুকুর নামে ওই পুকুরটি সংস্কারের কাজে সামিল হন ৭৮ জন মহিলা।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই প্রকল্পটির জন্য এক লক্ষ ৩৮ হাজার টাকা অনুমোদন হয়েছে। পুরো টাকাই মজুরি হিসেবে ব্যয় হবে। ১০০ দিনের কাজ প্রকল্পের আইনে রয়েছে, ন্যূনতম এক-তৃতীয়াংশ (৩৩ শতাংশ) মহিলাদের অংশগ্রহণের কথা। গত আর্থিক বছরে হুগলি জেলায় সামগ্রিক ভাবে ওই প্রকল্পে মহিলাদের অংশগ্রহণের গড় ছিল ৩৬.২৮ শতাংশ। কিন্তু একক ভাবে যে চারটি ব্লক সেই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি, তার মধ্যে রয়েছে ধনেখালি (বাকিগুলি হল সিঙ্গুর, পুড়শুড়া এবং খানাকুল-১)। সেখানে মহিলাদের অংশগ্রহণের হার ২৭.৪৫ শতাংশ। তাই ধনেখালিতেই মহিলাদের ১০০ দিনের কাজ প্রকল্পে অংশগ্রহণ বাড়াতে উদ্যোগী হয়েছে প্রশাসন।
ধনেখালির বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, “এই কাজে মহিলারা যাতে বেশি করে অংশগ্রহণ করেন, আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারেন, সে ব্যাপারে চেষ্টা হচ্ছে।” ওই প্রকল্পে হুগলির নোডাল অফিসার পুলক সরকার বলেন, “জেলায় মহিলাদের লক্ষ্যমাত্রা পূরণ হলেও আরও বেশি করে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই ধনেখালি ব্লকে এ ধরনের উদ্যোগের সূচনা হয়েছে। ক্রমশ জেলার সব পঞ্চায়েতে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে। মহিলাদের দিয়ে সব্জি বাগান ও নার্সারি প্রকল্প রূপায়ণের পরিকল্পনাও হয়েছে।” |