জুয়ার ঠেকে পরিচিতদের সঙ্গে ঝগড়া বাধে। তার জেরেই খুন হন শুভ ঢাকি নামে বছর বাইশের এক যুবক। হাওড়ার সাঁকরাইলের সাঁকোপাড়ায় একটি জুয়ার ঠেক থেকে গত ১৩ এপ্রিল উদ্ধার হয় ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ। শুভ ওই জুয়ার ঠেকের কর্মী ছিল বলে পুলিশের দাবি। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাঁকরাইল থানার পুলিশ পাঁচলার কুশোডাঙা গ্রামের এক ব্যক্তিকে রবিবার রাতে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি জেরার মুখে জানিয়েছে, আরও দু’জনকে সঙ্গে নিয়ে সে শুভকে খুন করে। বাকি দু’জনকে পুলিশ খুঁজছে। জুয়ার ঠেকে গোলমালের জেরেই এই খুন বলে পুলিশের অনুমান। শুভকে তারা জুয়ার আসরে ফোন করে ডেক পাঠায়। সকলে মিলে মদ্যপান করে। তারপরে তিন জনে মিলে শুভকে নৃশংস ভাবে খুন করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “ওই যুবককে খুনের এক জন ধরা পড়েছে। বাকিরাও খুব শীঘ্র ধরা পড়বে।”
|
পুড়শুড়ার পারুল গ্রামে বাড়ির গাছের ডাল কাটতে উঠে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেলেন সায়নচন্দ্র সাঁতরা (৫৮)। সন্ধ্যায় খানাকুলের অরুণ্ডা গ্রামে নিজের বাড়িতেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান পলাশ সাঁতরা (২৪)। পুলিশের অনুমান, খোলা বিদ্যুতের তার থেকে দুর্ঘটনা।
|
আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে তারকেশ্বরের এফসিআই গুদাম-সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রাজু ঘোষ, গোপাল দাস ও রবি সাউ বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে এক রাউন্ড গুলি-সহ একটি পাইপগান উদ্ধার হয়েছে। ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।
|
সম্প্রতি নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হাওড়ার শ্যামপুরের গুজারপুর মাঠে। আয়োজক, পৃথিবী একাদশ ক্লাব। বিভিন্ন জেলার ৮টি দল যোগ দেয়। জয়ী, বেহালা তারা মা সার্ভিস। |