ফের শুরু পস্কোর জন্য জমি অধিগ্রহণ
সংবাদসংস্থা • পারাদীপ |
প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর ওড়িশার জগত্সিংহপুরে ফের শুরু হল পস্কো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ। রাজ্য প্রশাসনের দাবি, কাজ শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই কোনও প্রতিরোধ ছাড়া ১০টি পানের বরজ ভাঙা সম্ভব হয়েছে। তবে এ দিনও ঢিনকিয়া, পটনা ও গোবিন্দপুর গ্রামে প্রকল্প বিরোধীরা মিছিল বার করেন। এ দিকে, আগামী ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাসভবনের সামনে প্রকল্প দ্রুত রূপায়ণের দাবিতে ধর্নায় বসছেন জমিদাতা গ্রামবাসীদের একাংশ। তাঁদের প্রতিনিধি চন্দন মোহান্তির অভিযোগ, তাঁরা জমি দিয়ে মাথা পিছু দৈনিক মাত্র ২০ টাকা পাচ্ছেন। এই পরিস্থিতিতে অনিশ্চয়তা ঘিরে ধরছে তাঁদের। এ বার বঞ্চনার প্রতিবাদে ও সাহায্যের দাবিতেই এই ধর্না।
|
সহারাকে তিরস্কার সুপ্রিম কোর্টের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সহারা গোষ্ঠী ও তার কর্ণধার সুব্রত রায়কে সোমবার তিরস্কার করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, লগ্নিকারীদের ২৪ হাজার কোটি টাকা তো তারা ফেরত দেয়ইনি। পাশাপাশি, ‘আদালতকে সুবিধা মতো ব্যবহার’ করার চেষ্টা চালাচ্ছে, যা আদালত অবমাননার সামিল। সুপ্রিম কোর্টের বেঞ্চ এ প্রসঙ্গে ইলাহাবাদ হাইকোর্টে সহারার দাখিল করা আবেদনের উল্লেখ করেছে। টাকা ফেরত না-দিলে সহারার দুই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ শীর্ষ আদালত দিলেও, তা নিয়ে ইলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছে সংস্থা। সেবি-র কাছেও বাড়তি সময় চেয়েছে। বেঞ্চ বলেছে, “শীর্ষ আদালতের নির্দেশের পর সেবি বা হাইকোর্টে যাওয়া আদালত অবমাননা।” সহারার অভিযোগ, সুব্রতবাবুর ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করছে সেবি, যদিও তিনি মামলার শরিক নন।
|
বিশেষ পি সি চন্দ্র সম্মান পেলেন অভিনেত্রী এবং রাজ্যসভা সাংসদ হেমা মালিনী। সম্প্রতি তাঁর হাতে এই সম্মান তুলে দেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রতি বছরই প্রতিষ্ঠাতা পূর্ণ চন্দ্র চন্দ্রের জন্মবার্ষিকীতে এই সম্মান দিয়ে থাকে সংস্থা। |