বধূ মৃত্যুর ঘটনায় জড়িতকে গ্রেফতারের দাবিতে সোমবার সাঁইথিয়া রূপালিমোড়ে সিউড়ি-সাঁইথিয়া সড়ক অবরোধ করলেন মহিলারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৭ এপ্রিল স্থানীয় ছত্রিপাড়ার বধূ অপর্ণা রায়কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। অভিযোগ ছিল, স্বামী অমর রায় ও শাশুড়ি কমলা রায় যোগসাজোস করে তাঁকে খুন করেছে। মৃতার বাবা গোপীনাথ সিংহরায় দু’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন। পুলিশ ওই দিন স্বামীকে ধরলেও শাশুড়িকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় বলে অভিযোগ। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শাশুড়িকে গ্রেফতারের চেষ্টা চলছে।
|
ছোট ভাইয়ের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যু হল বড় ভাইয়ের। এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কাঁকরতলার পশ্চিম বড়কোলা গ্রামে। মৃতের নাম শেখ মুক্তার (৬১)। মৃতের ছোট ছেলে শেখ মকসুদের অভিযোগ, “ওই দিন বাড়িতে জল নিকাশি নিয়ে কথা কাটাকাটির মধ্যেই ছোট কাকা শেখ সাজিবুর বাবাকে লক্ষ্য করে বোমা ছোড়ে। হাসপাতালে রাত আটটা নাগাদ বাবা মারা যান।” ঘটনার পর থেকেই আভিযুক্ত পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ। |
কলকাতার ট্যাংরা এলাকার এক ঠিকাদারের ভাগ্নেকে অপহরণের অভিযোগে সোমবার নলহাটি বাসস্ট্যান্ট লাগোয়া এলাকা থেকে মিস্টার শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানায়, রবিবার কলকাতার কাশীপুর থানায় ঠিকাদার হান্নান শেখের ভাগ্নে নাসিরুদ্দিন শেখকে অপহরণের অভিযোগ হয়েছিল। পুলিশের দাবি, ধৃত হান্নানের কাছ থেকে রাজমিস্ত্রির শ্রমিকদের মজুরি বাবদ টাকা নিয়ে বিরোধের জেরে নাসিরুদ্দিনকে নলহাটিতে নিয়ে এসেছিল।
|
জয়কৃষ্ণপুর গ্রামের কাছে সেচ দফতরের একটি নবনির্মিত সেতুর উদ্বোধন করেন দফতরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যাদের উদ্যোগে এই সেতু নির্মাণ তাদেরকে ডাকা হয়নি সোমবার এই সেতুর উদ্বোধনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদের সহসভাপতি নিতাই মাল, সেচ কর্মাধ্যক্ষ বদিউজ্জামান, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মমতা লেটরা। এ ব্যাপারে অবশ্য সেচমন্ত্রী বলেন, “মানুষের অসুবিধার কথা ভেবে সেতুটি তাড়াতাড়ি নির্মাণের জন্য চেষ্টা চালিয়েছি।”
|
চিটফান্ডে জমানো টাকা আমানতকারীদের ফেরত এবং সংস্থার সঙ্গে জড়িত কর্তাব্যক্তিদের গ্রেফতারের দাবিতে সোমবার সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় পথসভা এবং পথ পরিক্রমা করল বীরভূম লোকসভা যুব কংগ্রেস। সংগঠনের সভাপতি পদ্মনীল মণ্ডলের নেতৃত্বে প্রায় ৪০০ কর্মীসমর্থক ওই কর্মসূচিতে যোগ দেন।
|
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়ূরেশ্বরের মর্জ্যাৎপুর জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির ক্ষমতা পুনর্দখল করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।
|