এক মাসের ওপর হল ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ সন্ধান দিতে পারেন, সেই আশায় ফেসবুক-সহ আরও কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছেলের ছবি দিয়েছিল বাবা-মা। কিন্তু তা দেখেই বৃহস্পতিবার অনেকে এফবিআইয়ের প্রকাশ করা বস্টন-কাণ্ডে অভিযুক্তদের ছবির সঙ্গে নিরুদ্দেশ সুনীল ত্রিপাঠীর মিল খুঁজে পান। তখনও জোহার ও ট্যামারলন জারনাহেভের নাম-পরিচয় প্রকাশ্যে আসেনি। সন্দেহের কথাটা ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। নিমেষে সুনীলদের বাড়ির কাছে চলে আসেন সাংবাদিকরা। ছেঁকে ধরেন সুনীলের বাবা-মাকে। তার বোন সঙ্গীতা এক ঘণ্টায় অন্তত ৫৮টি সংবাদমাধ্যমের ফোন পেয়েছিলেন। জোহার ও ট্যামারলন, দুই চেচেন ভাইয়ের কথা জানাজানি হওয়ার পর রেহাই পায় সুনীলের পরিবার। সুনীলের মা বলেন, “আমাদের উপর পুরো মানসিক অত্যাচার চলছিল। আমি জানি, আমার ছেলে এ রকম করতেই পারে না।”
|
বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ
সংবাদসংস্থা • ঢাকা |
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ। গত ২০ মার্চ প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রয়াণের পর থেকে স্পিকার আব্দুল হামিদই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। রবিবার দুপুরে আওয়ামি লিগের বৈঠকে তাঁকেই রাষ্ট্রপতি পদপ্রার্থী করার সিদ্ধান্ত হয়। জাতীয় পার্টি আগেই তাঁকে সমর্থন করেছিল। বিরোধী বিএনপি-ও ইঙ্গিত দিয়েছিল হামিদকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হলে তারা প্রার্থী দেবে না। ফলে আগামী বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন তিনি। ১৯৪৪ সালে জন্ম আব্দুল হামিদের। আওয়ামি লিগের ছাত্র কর্মী হিসেবে রাজনীতিতে হাতিখড়ি। মুক্তিযুদ্ধে সাব-কম্যান্ডার হিসেবে কিশোরগঞ্জ-সুনামগঞ্জ এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। নিজের নির্বাচনী কেন্দ্র থেকে টানা সাত বার সাংসদ নির্বাচিত হওয়ার ব্যতিক্রমী কৃতিত্ব একমাত্র তাঁরই রয়েছে। |